Similar Posts
ধমনিতন্ত্র কাকে বলে?
ধমনিতন্ত্র কাকে বলে? যেসব রক্তবাহিকার মাধ্যমে অক্সিজেন যুক্ত রক্ত সারা দেহে প্রবাহিত হয় তাকে ধমনিতন্ত্র বলে।
ক্রোমাটিন জালিকা কি?
ক্রোমাটিন জালিকা কী? কোষের বিশ্রামকালে নিউক্লিয়াসে কুণ্ডলী পাকানো সূক্ষ্ম সুতার মতো অংশই ক্রোমাটিন জালিকা। কোষ বিভাজনের সময় এরা মোটা ও খাটো হয় তাই তখন এদের আলাদা আলাদা ক্রোমোজোম হিসেবে দেখা যায়। ক্রোমোজোমে অবস্থিত জিনগুলো বংশগতির গুণাবলি বহন করে।
সহজাত আচরণ কাকে বলে?
সহজাত আচরণ কাকে বলে? কোনো একটি প্রজাতির অন্তর্ভূক্ত প্রতিটি প্রাণী কোনো প্রকারের পূর্ব অভিজ্ঞতা বা শিক্ষা ব্যতিরেকে আত্মরক্ষার জন্য বা জৈবিক প্রয়োজন মেটানোর তাগিদে বংশপরম্পরায় একই রকমভাবে যেসব জন্মগত অপরিবর্তনীয় আচরণ প্রদর্শন করে তাকে সহজাত আচরণ বলে। সহজাত আচরণের উদাহরণস্বরূপ বলা যায় – মাকড়সার জালবোনা, পাখির বাসা বানানো, মৌমাছির মৌচাক তৈরির প্রবৃত্তি ইত্যাদি। Also Read: আচরণ কি?
সেরিবেলামের কাজ কি?
সেরিবেলামের কাজ কি? সেরিবেলামের কাজঃ দেহের পেশির টান নিয়ন্ত্রণ করা। চলনে সমন্বয় সাধন করা। দেহের ভারসাম্য রক্ষা করা। দৌঁড়ানো ও লাফানোর কাজে জড়িত পেশিগুলোর কার্যাবলি নিয়ন্ত্রণ করা।
খাদ্য কাকে বলে?
খাদ্য কাকে বলে? জীবের দেহে শক্তি সরবারহ করতে, দেহ গঠনে, জীবনের স্বাভাবিক কাজকর্ম বজায় রাখতে যেসব জৈব উপাদান গ্রহণ করে তাকে খাদ্য বলে। অর্থাৎ খাদ্য হলো পুষ্টিগুণযুক্ত কোনো পদার্থ যা প্রাণীর দেহে শক্তি সরবরাহ এবং টিস্যু তৈরি ও প্রতিস্থাপন এবং জীবনের কার্যক্রম বজায় রাখতে সহায়তা করে।
মস্তিষ্ক কি? মস্তিষ্ক এর গঠন ও কাজ
মস্তিষ্ক কি মস্তিষ্ক আমাদের স্নায়ুতন্ত্র পরিচালনা করে। সুষুম্নাকান্ডের শীর্ষে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে স্ফীত বা মোটা অংশ করোটিকার মধ্যে অবস্থান করে তাকে মস্তিষ্ক বলে। ভ্রূণীয় বিকাশের সময় এক্টোডার্ম থেকে সৃষ্ট নিউরাল টিউবের সামনের অংশ স্ফীত হয়ে মস্তিষ্ক গঠন করে। প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের আয়তন প্রায় ১৫০০ ঘন সেন্টিমিটার, গড় ওজন প্রায় ১.৩৬ কেজি এবং প্রায় ১০০ বিলিয়ন…