Similar Posts
গলজি বস্তুর প্রধান কাজ কী?
গলজি বস্তুর প্রধান কাজ কী? জীবকোষে বিভিন্ন পদার্থ নিঃসরণে সাহায্য করাই গলজি বস্তুর প্রধান কাজ। এছাড়া হরমোন নিঃসরণে এর ভূমিকা লক্ষ করা যায়। কোনো কোনো বিপাকীয় কার্যের সাথে এরা সম্পর্কিত কখনও কখনও এরা প্রোটিন সঞ্চয় করে রাখে।
সিস্টার্নি ও ভেসিকল বলতে কি বোঝায়?
সিস্টার্নি ও ভেসিকল বলতে কি বোঝায়? গলজি বস্তুতে অসমান দৈর্ঘ্য বিশিষ্ট্য ও সমান্তরাল সজ্জিত লম্বা ও চ্যাপ্টা নালিসদৃশ বস্তুগুলোই সিস্টারনি। গলজি বস্তুতে অবস্থিত বর্তুলাকার ফোস্কার মতো অংশগুলোই হলো ভেসিকল।
এক সংকর ক্রস বা মনোহাইব্রিড ক্রস কাকে বলে?
এক সংকর ক্রস বা মনোহাইব্রিড ক্রস কাকে বলে? জিনতত্ত্বের কোনো পরীক্ষায় যখন একজোড়া বিপরীত বৈশিষ্ট্য বিবেচনায় রেখে সংকরায়ণ বা ক্রস ঘটানো হয় তখন তাকে এক সংকর ক্রস বা মনোহাইব্রিড ক্রস বলে। যেমন – বিশুদ্ধ লম্বা ও বিশুদ্ধ খাটো মটরশুঁটি উদ্ভিদের মধ্যে ক্রস।
রক্তের রং লাল হয় কেন?
রক্তের রং লাল হয় কেন? রক্তের একটি বিশেষ উপাদান লোহিত রক্তকণিকা, যা হিমোগ্লোবিন নামক লৌহ গঠিত যৌগ দ্বারা তৈরি। মানবদেহে প্রতি ১০০ মিলিলিটারে ১১ – ১৭ % হিমোগ্লোবিন থাকে। আর এ হিমোগ্লোবিনের উপস্থিতিই রক্ত লাল রঙের জন্য দায়ী।
বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর বৈজ্ঞানিক নাম
প্রাণীর বৈজ্ঞানিক নাম (প্রাণী) – (বৈজ্ঞানিক নাম) – (উচ্চারণ) 1. মানুষ— Homo sapiens (হােমাে সেপিয়েন্স) 2. অ্যামিবা— Amoeba proteus (অ্যামিবা প্রােটিয়াস) 3. কেঁচো— Pheretima posthuma (পেরেটিমা পােস্তমা) 4. জোক— Hirudo medicinalis (হিরডাে মেডিসিনালিস) 5. সিংহ— Panthera leo (পেনথেরা লিও) 6. কুনাে ব্যাঙ— Bufo melanostictus (বুফো মেলানোস্টিকটাস) 7. চড়ুই— Passer domesticus (পাসার ডােমিস্টিকাস) 8. দোয়েল— Copsychus Saularis (কপসিকাম সােলারিম) 9. গােখরা সাপ— Naja naja (নাজা…
ফল কাকে বলে?
ফল কাকে বলে? ফুল বুড়ো হয়ে ঝরে যায়। ঝরা ফুলের গোড়ায় ফুলের যে অংশটি থেকে যায় তা বড় হয়ে ফল সৃষ্টি করে। গর্ভাশয়ই বড় হয়ে ফলে পরিণত হয়।