Similar Posts
অগ্ন্যাশয়কে মিশ্রগ্রন্থি বলা হয় কেন?
অগ্ন্যাশয়কে মিশ্রগ্রন্থি বলা হয় কেন? অগ্ন্যাশয় একই সাথে বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে। অগ্ন্যাশয় থেকে নিঃসৃত অগ্ন্যাশয়রস পরিপাকে সাহায্য করে। আবার অগ্ন্যাশয় থেকে ইনসুলিন ও গ্লকাগন হরমোন নিঃসৃত হয় যা মানব দেহের গ্লুকোজের মাত্রা ঠিক রাখে। সুতরাং অগ্ন্যাশয় একই সাথে অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে বলে অগ্ন্যাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয়।
অটোসোম কাকে বলে?
অটোসোম কাকে বলে? যেসব ক্রোমোসোম জীবের দৈহিক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায় তাদের অটোসোম বলে। যেমন – মানুষের ২৩ জোড়া ক্রোমোসোমের মধ্যে ২২ জোড়াই অটোসোম। এদের A দ্বারা প্রকাশ করা হয়।
হ্যারিস বেনেডিক্ট সূত্র কি?
হ্যারিস বেনেডিক্ট সূত্র কি? পূর্ণ বিশ্রামরত অবস্থায় মানবশরীরে ব্যবহৃত শক্তির পরিমাণ নির্দেশ করে বিএমআর। এর সমকীকরণ লিঙ্গ ও বয়সভেদে পৃথক হওয়ার বিএমআই মান বের করা একটু কঠিন। তাই বিএমআর সম্পর্কে সঠিক ধারণা পেতে যে সূত্রটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয় তাই হ্যারিস বেনেডিক্ট সূত্র।
শ্বসনের প্রভাবক সমূহ (একনজরে)
শ্বসনের প্রভাবক সমূহ (একনজরে) বাহ্যিক প্রভাবক তাপমাত্রা অক্সিজেন পানি আলো কার্বনডাই-অক্সাইড অভ্যন্তরীণ প্রভাবক খাদ্য দ্রব্যের পরিমাণ উৎসেচক কোষের বয়স অজৈব লবণ কোষমধ্যস্থ পানি শ্বসনের প্রকারভেদ (একনজরে) সাবত শ্বসন গ্লাইকোলাইসিস অ্যাসিটাইল কো-এ সৃষ্টি ক্রেবস চক্র ইলেকট্রন প্রবাহতন্ত্র অবাত শ্বসন গ্লাইকোলাইসিস পাইরুভিক এসিডের অসম্পূর্ণ জারণ
শ্বাসক্রিয়া কাকে বলে?
শ্বাসক্রিয়া কাকে বলে? যে প্রক্রিয়ায় দেহে অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড নিষ্কাশন করা হয় তাকে শ্বাসক্রিয়া বলা হয়। স্নায়ুবিক উত্তেজনায় অক্সিজেন যুক্ত বায়ু ফুসফুসে প্রবেশ করে এবং নিঃশ্বাসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত বায়ু বাইরে নির্গত হয়।
ফুসফুস ক্যান্সারের অন্যতম প্রধান কারণ কি?
ফুসফুস ক্যান্সারের অন্যতম প্রধান কারণ কি? ধূমপান ফুসফুস ক্যান্সারের অন্যতম প্রধান কারণ।