Similar Posts
আইলেটস্ অব ল্যাংগারহ্যানস কাকে বলে?
আইলেটস্ অব ল্যাংগারহ্যানস কাকে বলে? আইলেটস্ অব ল্যাংগারহ্যানস অগ্ন্যাশয়ের মাঝে অবস্থিত এক ধরনের নালিবিহীন গ্রন্থি, যা শরীরে শর্করার বিপাক নিয়ন্ত্রণ করে। এর নালিহীন কোষগুলি হতে ইনসুলিন ও গ্লুকাগন হরমোন নিঃসৃত হয়, যা রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সবাত শ্বসন কাকে বলে?
সবাত শ্বসন কাকে বলে? যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন হয় এবং শ্বসনিক বস্তু (শর্করা, প্রোটিন, লিপিড, বিভিন্ন ধরনের জৈব এসিড) সম্পূর্ণভাবে জারিত হয়ে CO2, H2O ও বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করে তাকে সবাত শ্বসন বলে। সবাত শ্বসনই হলো উদ্ভিদ ও প্রাণীর স্বাভাবিক শ্বসন প্রক্রিয়া।
স্ত্রীস্তবক কাকে বলে?
স্ত্রীস্তবক কাকে বলে? ফুলের সবচেয়ে ভেতরের স্তবকটিকে স্ত্রীস্তবক(Gynoecium) বলে। স্ত্রীস্তবকের এক একটি অংশকে গর্ভকেশর বলে। একটি স্ত্রীস্তবকে এক বা একাধিক গর্ভকেশর থাকে। একটি গর্ভকেশরের তিনটি অংশ যথা নীচের ফোলা অংশটি ডিম্বাশয়, তার উপরের সরু অংশটি গর্ভদণ্ড ও সবার উপরের অংশটি হল গর্ভমুণ্ড। ডিম্বাশয়ের বা গর্ভাশয়ের ভেতরের ডিম্বক এবং ডিম্বকের ভেতরে স্ত্রীজনন কোষ থাকে।
মানবদেহের হরমোন সমূহ এবং এদের কাজ কি কি?
আজকে আমরা আলোচনা করবো মানবদেহের হরমোন এবং এদের কাজ নিয়ে। মানবদেহের হরমোন কি? যে জৈব রাসায়নিক বস্তুটি কোষে উৎপন্ন হয় এবং দেহের অভ্যন্তরে বার্তাবাহক অণুর ন্যায় কাজ করে, শরীরের এক অংশে তৈরি হওয়ার পর এরা শরীরের অন্যান্য অংশে ভ্রমণ করে যেখানে তারা কোষ এবং অঙ্গগুলো কীভাবে তাদের কাজ করে তা নিয়ন্ত্রণ করতে সহায়তা করে, তাকেই হরমোন…
কোষঝিল্লি কাকে বলে?
কোষঝিল্লি কাকে বলে? প্রতিটি কোষ একটি সূক্ষ্ম, সজীব, স্থিতিস্থাপক ও বৈষম্যভেদ্য ঝিল্লি দিয়ে আবৃত থাকে। এ ঝিল্লিটির নামই প্লাজমা মেমব্রেন বা কোষঝিল্লি। কার্ল নাগেলি সর্ব প্রথম এর নামকরণ করেন। এটি প্রধানত লিপিড ও প্রোটিনে গঠিত। এর গঠন বিন্যাস বর্ণনা করার জন্য বিজ্ঞানীগণ বিভিন্ন সময়ে বিভিন্ন তথ্য লিপিবদ্ধ করেছেন। অধিকাংশ কোষ বিজ্ঞানীর মতে, লিপিড এর অণুগুলো…
ক্লোরোফিল কি?
ক্লোরোফিল কি? ক্লোরোফিল হলো এক ধরনের সবুজ বর্ণ কণিকা যা উদ্ভিদের সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।