উপাত্তের উপস্থাপন কাকে বলে?
উপাত্তের উপস্থাপন কাকে বলে?
সংগৃহীত উপাত্ত পরিসংখ্যানের কাঁচামাল। এগুলোর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ও তথ্যাদি জানার জন্য উপাত্তের সারণীভূক্তের প্রয়োজন আর সারণীভূক্ত করাকেই উপাত্তের উপস্থাপন বলে।
সংগৃহীত উপাত্ত পরিসংখ্যানের কাঁচামাল। এগুলোর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ও তথ্যাদি জানার জন্য উপাত্তের সারণীভূক্তের প্রয়োজন আর সারণীভূক্ত করাকেই উপাত্তের উপস্থাপন বলে।
উৎপাদক কাকে বলে? যদি কোনো বীজগণিতীয় রাশি দুই বা ততোধিক রাশির গুণফল হয়, তাহলে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথম রাশির উৎপাদক বা গুণনীয়ক (Factor) বলা হয়। a2 – b2 = (a + b) (a – b), এখানে (a + b) ও (a – b) হলো a2 – b2 এর উৎপাদক।
পরিসংখ্যান কি? কোনো ঘটনা সম্পর্কিত সংখ্যামানের তথ্যাদিকে ঐ ঘটনার পরিসংখ্যান বলে।
মিশ্র ভগ্নাংশ কাকে বলে? একটি পূর্ণ সংখ্যার সাথে একটি প্রকৃত ভগ্নাংশের মিশ্রণকে মিশ্র ভগ্নাংশ বলে। কোনো পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশযুক্ত হয়ে যে ভগ্নাংশ হয় তাকে মিশ্র ভগ্নাংশ বলে।
তোমার একটি বইয়ের দৈর্ঘ্য ২০ সে.মি, প্রস্থ ১৫ সে.মি এবং উচ্চতা ১ সে.মি. এরূপ ৫০টি বইয়ের আয়তন কত? দেওয়া আছে, বইয়ের – দৈর্ঘ্য ২০ সে.মি. প্রস্থ ১৫ সে.মি. এবং উচ্চতা ১ সে.মি. আমরা জানি, আয়তন = দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা তাহলে একটি বইয়ের আয়তন = ২০ সে.মি. × ১৫ সে.মি. × ১ সে.মি. =…
লসাগু কি? দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট গুণিতককে তাদের লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু (Lowest common multiple or LCM) বলে। অর্থাৎ লসাগু বলতে বুঝায় সেই ক্ষুদ্রতর সংখ্যা যা ওই সংখ্যাগুলোর প্রত্যেকটি দ্বারা নিঃশেষে বিভাজ্য। লঘিষ্ঠ শব্দের অর্থ হল ক্ষুদ্রতম বা ছোট। মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয় ৩০, ২৪, ৩৬ এর মৌলিক…
৫ ফুট ৪ ইঞ্চি কত মিটার আমরা জানি ১ ফুট সমান ০.৩০৪৮ মিটার । এবং ১ ইঞ্চি সমান ০.০২৫৪ মিটার । তাহলে, ৫ফুট × ০.৩০৪৮ + ৪ইঞ্চি × ০.০২৫৪= ১.৬২৫৬মি. ৫ ফুট ৪ ইঞ্চি সমান ১.৬২৫৬ মিটার কিভাবে ফুট এবং ইঞ্চি থেকে মিটার রূপান্তর করবেন ১ ফুট সমান ০.৩০৪৮ মিটার: ১ ফুট = ০.৩০৪৮ মিঃ ১ ইঞ্চি…