স্বাভাবিক সংখ্যা কাকে বলে?
স্বাভাবিক সংখ্যা (Natural Number) কাকে বলে?
- শূন্য অপেক্ষা বড় যেকোনো পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। যেমন- ২, ৩, ৫ ইত্যাদি।
- সাধারণভাবে আমরা যেসব সংখ্যা সচরাচর গণনার জন্য ব্যবহার করি, তাদের স্বাভাবিক সংখ্যা বলে।
ইতালীয় গণিতবিদ পিয়ানো ১৮৯৯ সালে স্বীকার্যের মাধ্যমে স্বাভাবিক সংখ্যার সংজ্ঞা দিয়েছেন।
স্বাভাবিক সংখ্যার স্বীকার্য হলো –
(ক) ১ একটি স্বাভাবিক সংখ্যা।
(খ) যেকোনো স্বাভাবিক সংখ্যার সাথে ১ যোগ করলে তার উত্তরাধিকারী সংখ্যা অর্থাৎ পরবর্তী সংখ্যা পাওয়া যায়।
(গ) দুটি সংখ্যার উত্তরাধীকারী সমান হলে সংখ্যাদ্বয়ও একে অন্যের সমান হবে।
(ঘ) ১ ব্যতিত সকল স্বাভাবিক সংখ্যাই কারও না কারও উত্তরাধিকারী।
স্বাভাবিক সংখ্যার সেটকে N দ্বারা প্রকাশ করা হয়।
স্বাভাবিক সংখ্যার সেট, N = 1, 2, 3, 4, 5, 6, ………………..ইত্যাদি।