Similar Posts
পাতা কি? পাতা কাকে বলে?
পাতা কাকে বলে? শাখা প্রশাখার গায়ে সৃষ্ট চ্যাপ্টা সবুজ অঙ্গটিই পাতা বা পত্র। পাতায় খাদ্য তৈরি হয়। পাতা গাছের অঙ্গ। কান্ড বা তার শাখা-প্রশাখার পর্ব থেকে পাশের দিকে পাতা বের হয়। পাতা সাধারণত চ্যাপ্টা ও সবুজ বর্ণের হয়ে থাকে। কাও বা শাখা-প্রশাখার নিচের দিকের পাতা বড় এবং উপরের দিকের পাতা ছোট হয়। কাজেই কাণ্ড বা…
মেসোগ্লিয়া কাকে বলে?
মেসোগ্লিয়া কাকে বলে? নিডারিয়া পর্বের প্রাণীদের দেহে এপিডার্মিস ও এন্ডোডার্মিসের মাঝে যে অকোষীয় স্তর বিদ্যমান তাকে মেসোগ্লিয়া বলে। এটি জেলীর মত আঠালো, স্থিতিস্থাপক, পাতলা, বর্ণহীন এবং উভয় কোষস্তর নিঃসৃত অকোষীয় স্তর। এর মধ্যে স্নায়ুকোষ আড়াআড়িভাবে অবস্থান করে কর্ষিকা অঞ্চলে মেসোগ্লিয়ার পুরুত্ব কম এবং পাদচাকতি অঞ্চলে পুরুত্ব বেশি।
খাদ্যপ্রাণ বলতে কি বোঝায়?
খাদ্যপ্রাণ বলতে কি বোঝায়? জীবদেহের স্বাভাবিক পুষ্টি, বৃদ্ধি এবং অন্যন্য জৈবিক কার্য সুষ্ঠভাবে সম্পাদনসহ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে অতি প্রয়োজনীয়, স্বল্প পরিমাণে খাদ্যে উপস্থিত জৈব-রাসায়নিক পদার্থ হলো খাদ্যপ্রাণ। খাদ্যপ্রাণ এক প্রকার জৈব অনুঘটক। এটি জীবদেহে কোনো শক্তি উৎপন্ন করে না। সাধারণত খাদ্যপ্রাণ উদ্ভিদদেহে সংশ্লেষিত হয়। এটি বিপাক ক্রিয়ায় উৎসেচকের সাথে কো-এনজাইম হিসেবে কাজ করে।
দেহকোষ ও জনন কোষের মধ্যে পার্থক্য
দেহকোষ ও জনন কোষের মধ্যে পার্থক্য হলো- ১। দেহ গঠনে দেহকোষ অংশ গ্রহণ করে। অপরদিকে, জনন কাজে জনন কোষ অংশ গ্রহণ করে। ২। মাইটোসিস পদ্ধতিতে দেহকোষ বিভাজিত হয়। অপরদিকে, মিয়োসিস পদ্ধতিতে জননকোষের উৎপত্তি হয়। ৩। দেহকোষের মধ্যে মিলন ঘটে না। অপরদিকে, পুং ও স্ত্রী জনন কোষ মিলিত হয়ে জাইগোট তৈরি করে।
অস্থানিক মূল কাকে বলে?
অস্থানিক মূল কাকে বলে? এসব মূল ভ্রূণমূল থেকে উৎপন্ন না হয়ে কাণ্ড ও পাতা থেকে উৎপন্ন হয়। এরা দুই ধরনের। যথা – ক) গুচ্ছ মূল এবং খ) অগুচ্ছ মূল।
রক্তশূন্যতার কারণ কি?
রক্তশূন্যতার কারণ কি? রক্তশূন্যতা হলো মূলত রক্তে হিমোগ্লোবিনের ঘনত্ব স্বাভাবিকের তুলনায় কমে যাওয়া। বিভিন্ন কারণে রক্তশূন্যতা ঘটতে পারে। অত্যাধিক রক্তপাত ঘটা, কৃমির আক্রমণ, লৌহ গঠিত খাদ্য উপাদান শরীরে যথাযথভাবে শোষিত না হওয়া, বাড়ন্ত শিশু বা গর্ভবতী নারীদের খাদ্যে লৌহের পরিমাণ কম থাকা, অন্ত্রে সংক্রমণ ঘটা, কম বয়সী শিশুদের খাদ্যে পর্যাপ্ত পরিমাণ লৌহের অভাব হওয়া ইত্যাদি…