Similar Posts
টিস্যু কাকে বলে? তন্ত্র কাকে বলে? টিস্যুতত্ত্ব কাকে বলে?
টিস্যু কাকে বলে? বহুকোষী প্রাণিদেহে অনেক কোষ একত্রে কোনো বিশেষ কাজে নিয়োজিত থাকে। একই ভ্রূণীয় কোষ থেকে উৎপন্ন হয়ে এক বা একাধিক ধরনের কিছুসংখ্যক কোষ জীবদেহের কোনো নির্দিষ্ট স্থানে অবস্থান করে সমষ্টিগতভাবে একটা কাজে নিয়োজিত থাকলে ঐ কোষগুলো সমষ্টিগতভাবে টিস্যু (Tissue) বা তন্ত্র তৈরি করে। একটি টিস্যুর কোষগুলোর উৎপত্তি, কাজ এবং গঠন একই ধরনের হয়। টিস্যু নিয়ে…
সাইনোভিয়াল অস্থিসন্ধি কাকে বলে?
সাইনোভিয়াল অস্থিসন্ধি কাকে বলে? যে অস্থিসন্ধি ক্যাপসুল বা অস্থিসন্ধি আবরণী ও সাইনোভিয়াল রস নামক এক ধরনের তৈলাক্ত পদার্থ এবং সাইনোভিয়াল আবরণী নিয়ে গঠিত হয় তাই হলো সাইনোভিয়াল অস্থিসন্ধি। এ অস্থিসন্ধিতে সাইনোভিয়াল রস ও তরুণাস্থি থাকায় অস্থিতে ঘর্ষণ ও ক্ষয় প্রতিরোধ করে এবং অস্থিসন্ধির নড়াচড়া করতে কম শক্তি ব্যয় হয়।
খাদ্য পরিপাকে অগ্ন্যাশয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কেন?
খাদ্য পরিপাকে অগ্ন্যাশয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কেন? খাদ্য পরিপাকে অগ্ন্যাশয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ অগ্ন্যাশয় থেকে যে অগ্ন্যাশয় রস বের হয় তাতে সব ধরনের খাদ্য পরিপাককারী এনজাইমসমূহ থাকে। ট্রিপসিন, লাইপেজ ও অ্যামাইলেজ নামক এনজাইম অগ্ন্যাশয় রসে থাকে, যা আমিষ, স্নেহ ও শর্করা জাতীয় খাদ্য পরিপাকে সহায়তা করে। এ সকল পরিপাককারী এনজাইম থাকার ফলে…
ফাইটোহরমোন কি?
ফাইটোহরমোন কাকে বলে? উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ, বিভিন্ন অঙ্গ সৃষ্টি ইত্যাদি উদ্ভিদদেহে উৎপাদিত যে বিশেষ আমিষ জাতীয় জৈব রাসায়নিক পদার্থের প্রভাবে হয়ে থাকে তাই হলো ফাইটোহরমোন। ফাইটোহরমোন হলো উদ্ভিদের সকল কাজ নিয়ন্ত্রণকারী বিশেষ ধরনের জৈব রাসায়নিক পদার্থ। ফাইটোহরমোন প্ল্যান্ট হরমোন হিসাবেও পরিচিত। এগুলি এমন রাসায়নিক উপাদান যা উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। সহজ ভাষায়, বিভিন্ন উদ্ভিদের…
ধমনিতন্ত্র কাকে বলে?
ধমনিতন্ত্র কাকে বলে? যেসব রক্তবাহিকার মাধ্যমে অক্সিজেন যুক্ত রক্ত সারা দেহে প্রবাহিত হয় তাকে ধমনিতন্ত্র বলে।
প্রাণরস কাকে বলে?
প্রাণরস কাকে বলে? নালিবিহীন গ্রন্থি থেকে নিঃসৃত এক ধরনের রসকে বলা হয় প্রাণরস বা হরমোন। প্রাণরস রক্তস্রোতের মাধ্যমে প্রবাহিত হয়ে নির্দিষ্ট লক্ষ্যে কোষে পৌঁছে কোষের প্রাণরাসায়নিক কার্যকলাপকে প্রভাবিত করে এবং জৈবনিক কার্যাবলী সুষ্ঠুভাবে পরিচালিত করে।