অগ্রমস্তিষ্ককে গুরুমস্তিষ্ক বলা হয় কেন?

অগ্রমস্তিষ্ককে গুরুমস্তিষ্ক বলা হয় কেন?

অগ্র মস্তিষ্ক হলো প্রত্যেক অঙ্গে স্নায়ুতাড়না প্রেরণ ও প্রত্যেক অঙ্গ থেকে স্নায়ুতাড়না গ্রহণের উচ্চতর অঙ্গ। এটি দেহের প্রত্যেক অঙ্গের মধ্যে কাজের সমন্বয় ঘটায়। তাছাড়া আমাদের চিন্তা, চেতনা, জ্ঞান, স্মৃতি, ইচ্ছা, বাকশক্তি ও ঐচ্ছিক পেশির কার্যকলাও নিয়ন্ত্রণ করে। তাই এটিকে গুরুমস্কিষ্ক বলা হয়।