যুক্তগর্ভপত্রী কি?
যুক্তগর্ভপত্রী কি?
যখন কতগুলো গর্ভপত্র নিয়ে একটি স্ত্রীস্তবক গঠিত হয় এবং এরা সম্পূর্ণভাবে পরস্পরের সাথে যুক্ত থাকে তখন তাকে বলা হয় যুক্তগর্ভপত্রী।
যুক্তগর্ভপত্রী কি?
যখন কতগুলো গর্ভপত্র নিয়ে একটি স্ত্রীস্তবক গঠিত হয় এবং এরা সম্পূর্ণভাবে পরস্পরের সাথে যুক্ত থাকে তখন তাকে বলা হয় যুক্তগর্ভপত্রী।
অ্যামাইটোসিস বিভাজন কাকে বলে? যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াসটি সরাসরি দুটি অংশে বিভক্ত হয় তাই হলো অ্যামাইটোসিস কোষ বিভাজন। এক্ষেত্রে প্রথমে নিউক্লিয়াসটি এবং সাইটোপ্লাজম দু’ভাগে বিভক্ত হয়। সাধারণত নিম্নশ্রেণির জীব যেমন- ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, ইস্ট ইত্যাদি জীবকোষে এ কোষ বিভাজন ঘটে।
ঐচ্ছিক পেশি কাকে বলে? যে পেশি প্রাণীর ইচ্ছামতো সংকুচিত ও প্রসারিত হয়ে দেহের বিভিন্ন অঙ্গ সঞ্চালন করে তাকে ঐচ্ছিক পেশি বলে।
পেরিকার্ডিয়াম কি? হৃৎপিণ্ড যে পাতলা পর্দা দ্বারা আবৃত থাকে সেই পাতলা পর্দাই হলো পেরিকার্ডিয়াম।
ভার্নালাইজেশন কাকে বলে? উদ্ভিদে পুষ্প সৃষ্টিতে উষ্ণতার প্রভাবকে ভার্নালাইজেশন বলে। শীতের গম গরমকালে লাগালে ফুল আসতে বহু দেরী হয়। কিন্তু, বীজ রোপনের পূর্বে ২° – ৫° সে. উষ্ণতা প্রয়োগ করলে উদ্ভিদে স্বাভাবিক পুষ্প প্রস্ফুটন ঘটে। এ পদ্ধতিটি হলো প্রকৃতপক্ষে ভার্নালাইজেশন। উদ্ভিদের বৃদ্ধি ও পুষ্পায়নে তাপ ও শৈত্যের প্রভাব উদ্ভিদের বৃদ্ধি ও পুষ্পায়নে তাপ ও শৈত্যের প্রভাব রয়েছে।…
স্ট্রোমা কি? ঝিল্লিবেষ্টিত ক্লোরোপ্লাস্টের ভেতরে অবস্থিত স্বচ্ছ, দানাদার, অসবুজ, তরল জলীয় পদার্থটির নাম স্ট্রোমা। লিপোপ্রোটিন ও কিছু এনজাইম নিয়ে স্ট্রোমা গঠিত। স্টোমা গ্রানার ধাত্র বা ম্যাট্রিক্স হিসেবে কাজ।
জার্মপ্লাজম সংরক্ষণ কাকে বলে? যে পদ্ধতিতে কোনো শারীরবৃত্তীয় বা অর্থনৈতিক গুণমানযুক্ত জীবের প্রোটোপ্লাজমযুক্ত উন্নত কোশকে নির্দিষ্ট সংরক্ষণাগারে সংরক্ষণ করা হয়, তাকে জার্মপ্লাজম সংরক্ষণ বলে। এই জার্মপ্লাজম থেকে একই বৈশিষ্ট্য বা ভিন্ন গুণসম্পন্ন প্রজাতি সৃষ্টি করা হয়। প্রকৃতপক্ষে উদ্ভিদ বা প্রাণীর জিনগত বৈচিত্র্য সংরক্ষণের ক্ষেত্রে সীড্ ব্যাংক ও জার্মপ্লাজম একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। মূলত বিরল ও বিপন্ন…