প্রাকৃতিক বিজ্ঞান কাকে বলে? প্রাকৃতিক বিজ্ঞানের শাখাগুলোর নাম

প্রাকৃতিক বিজ্ঞান কাকে বলে?
বিজ্ঞানের একটি শাখা হলো প্রাকৃতিক বিজ্ঞান(Natural Science)। যুক্তি দিয়ে, পর্যবেক্ষণ করে অথবা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রাকৃতিক কোনো বিষয় সম্বন্ধে বোঝা বা তার ব্যাখ্যা দেওয়া বা সে সম্বন্ধে ভবিষ্যদ্বাণী করাই হলো প্রাকৃতিক বিজ্ঞানের কাজ।

রসায়ন প্রাকৃতিক বিজ্ঞানের একটি প্রধান শাখা যেখানে পদার্থের গঠন, পদার্থের ধর্ম এবং পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়।

 

প্রাকৃতিক বিজ্ঞানের শাখাগুলোর নাম নিম্নরূপ-

  • পদার্থবিজ্ঞান (Physics)
  • রসায়ন (Chemistry)
  • উদ্ভিদবিদ্যা (Botany)
  • প্রাণিবিদ্যা (Zoology)
  • অণুজীববিজ্ঞান (Microbiology)
  • জ্যোতির্বিজ্ঞান (Astronomy)
  • মৃত্তিকাবিজ্ঞান (Soil Science) ইত্যাদি।

 

Similar Posts