শক্তির নিত্যতা সূত্র বা শক্তির সংরক্ষনশীলতার নীতি কি?

শক্তির নিত্যতা সূত্র

শক্তির নিত্যতা সূত্র হলো-“শক্তির সৃষ্টি বা বিনাশ নেই, শক্তি কেবল এক রূপ থেকে অন্য এক বা একাধিক রূপে পরিবর্তিত হতে পারে। মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট ও অপরিবর্তনীয়।”

অর্থ্যাৎ, এক প্রকার শক্তিকে অন্য যেকোনো শক্তিতে রুপান্তরিত করা সম্ভব।

আর এই শক্তি যখন একরূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয় তখন এর শক্তির কোনো ক্ষয় বা হ্রাস্ব হয় না।

বরং একটি বস্তু যে পরিমান শক্তি হারায় অপর বস্তু ঠিক সে পরিমান শক্তি লাভ করে।

প্রকৃতপক্ষে শক্তির কোনো সৃষ্টি বা ধ্বংস হয় না। এই বিশ্ব সৃষ্টির প্রথম মূহুর্তে যে পরিমান শক্তি ছিলো এখন পর্যন্ত তাই রয়েছে।

শক্তির সামগ্রিক ভান্ডারের কোনোরূপ কোনো তারতম্য ঘটবে না।

এটিই হলো শক্তির সংরক্ষনশীলতা বা অবিনশ্বরতা।

উদাহরণ :

একটি কমলা লেবু কে উপরের দিকে ছুরে মারলে একটি নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত উঠার পর লেবুটি আবার নিচে নামতে থাকে।

এ ক্ষেত্রে লেবুটি উপরে উঠতে থাকার সময় গতিশক্তি কমতে কমতে যখন শূন্য হয়ে যায় তখন লেবুটি আবার নিচের দিকে নামতে থাকে।

নিচে নামার সময় ঐ বলে সঞ্চিত স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হতে থাকে।

এভাবে লেবুটি যখন মাটি স্পর্শ করে এবং স্থির হয় তখন তার সমস্ত গতিশক্তি, স্থিতিশক্তি, শব্দ, তাপ, আলোক ইত্যাদি শক্তিতে পরিণত হয়।

এভাবেই শক্তি এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হয়;

কিন্তু যেকোনো নির্দিষ্ট সময়ের মোট শক্তির পরিমাণ অপরিবর্তিত থাকে।

এটাই হলো শক্তির নিত্যতা বা সংরক্ষণশীলতা।

Similar Posts