কঠিন, তরল ও বায়বীয় পদার্থে তাপ প্রয়োগ করলে কি পরিবর্তন ঘটবে? বা তাপ প্রয়োগে পদার্থের অবস্থার পরিবর্তন

তাপ প্রয়োগে পদার্থের অবস্থার পরিবর্তন ঘটে-
কঠিন পদার্থঃ
কঠিন পদার্থে তাপ প্রয়োগ করলে উহা তরলে পরিণত হয়। কারণ যখন পদার্থ কঠিন অবস্থায় থাকে তখন উহার অনুগুলো পরস্পরের কাছাকাছি থাকে। এই অবস্থায় তাপ প্রয়োগ করা হলে কঠিনের অণুগুলো তরলের ন্যায় প্রসারিত হয়। বিধায় কঠিন পদার্থ তাপ প্রয়োগ করলে তা তরলে পরিণত হয়।
তরল পদার্থঃ
তরল পদার্থে তাপ প্রয়োগ করা হলে তরল পদার্থ বায়বীয় পদার্থে পরিণত হয়। কারণ তরলে তাপ প্রয়োগ করলে তরলের অণুসমূহ গ্যাসীয় পদার্থের ন্যায় মুক্তভাবে বিচরণ করতে থাকে।
বায়বীয় পদার্থঃ
স্বাভাবিক অবস্থায় বায়বীয় পদার্থের কণাসমূহের মধ্যে আকর্ষণ খুবই কম থাকে। বায়বীয় পদার্থে তাপ প্রয়োগ করলে বায়বীয় পদার্থের কণাগুলো আরও গতিশীল হয় এবং পরস্পরের থেকে প্রায় ছিন্ন হয়ে চলে যেতে চায়।

Similar Posts