মাইটোসিস কাকে বলে?
মাইটোসিস কাকে বলে?
যে প্রক্রিয়ায় পরিণত দেহকোষ বিভাজিত হয়ে সম আকৃতি এবং সমগুণ সম্পন্ন দুটি অপত্য কোষ সৃষ্টি হয়, তাকে মাইটোসিস বা পরোক্ষ নিউক্লিয়াস বিভাজন বলে।
যে প্রক্রিয়ায় পরিণত দেহকোষ বিভাজিত হয়ে সম আকৃতি এবং সমগুণ সম্পন্ন দুটি অপত্য কোষ সৃষ্টি হয়, তাকে মাইটোসিস বা পরোক্ষ নিউক্লিয়াস বিভাজন বলে।
সস্য কি? সস্য হলো বীজের একটি অংশ। উদ্ভিদের নিষেকের সময় যে দুইটি পুংজনন কোষ ভ্রূণথলিতে মুক্ত হয় তার একটি পুংজননকোষ গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে ট্রিপলয়েড (3n) সস্যকোষ সৃষ্টি করে। পরবর্তীতে এই সস্যকোষ মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে সস্যটিস্যু উৎপন্ন করে যা বীজের একটি অংশে পরিণত হয়।
ইনভিভো জিনব্যাংক কাকে বলে? এই পদ্ধতির ক্ষেত্রে উদ্ভিদের বীজ বা রেণু দীর্ঘ সময়ের জন্য সংরক্ষিত করা হয়। এমনকি সম্পূর্ণ উদ্ভিদকেও সংরক্ষণ করা হয়ে থাকে। এই ধরনের সংরক্ষণের পদ্ধতিকে ইনভিভো জিনব্যাংক বলে। এটি Plant Genetic Resource সংরক্ষণের একটি চিরাচরিত পদ্ধতি, যার মধ্যে উল্লেখযোগ্য হলো Seed Dormancy, Seed Borne Disease, Short-Life of Seeds ইত্যাদি। ইনভিট্রো জিনব্যাংক কাকে…
এক সংকর ক্রস বা মনোহাইব্রিড ক্রস কাকে বলে? জিনতত্ত্বের কোনো পরীক্ষায় যখন একজোড়া বিপরীত বৈশিষ্ট্য বিবেচনায় রেখে সংকরায়ণ বা ক্রস ঘটানো হয় তখন তাকে এক সংকর ক্রস বা মনোহাইব্রিড ক্রস বলে। যেমন – বিশুদ্ধ লম্বা ও বিশুদ্ধ খাটো মটরশুঁটি উদ্ভিদের মধ্যে ক্রস।
অটোফ্যাগী বলতে কি বোঝায়? অটোফ্যাগী হলো এমন অবস্থা যখন কোনো কোষ তার অভ্যন্তরস্থ নিজের ক্রিয়ায় নিজেই মারা যায়। অটোফ্যাগী ঘটে মূলত লাইসোজোম এর কারণে। লাইসোজোম কোষের বাহির থেকে আগত জীবাণু ধ্বংস করার জন্য প্রয়োজনীয় উৎসেচক ধারণ করে। কিন্তু কোন কারণে কোষে অক্সিজেনের অভাব হলে বা লাইসোজোমের পর্দা ক্ষতিগ্রস্থ হলে এর উৎসেচক দ্বারা আশেপাশের অঙ্গগুলো নষ্ট…
মাক্রোনিউট্রিয়েন্ট কী? উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য যেসব উপাদান বেশি পরিমাণে প্রয়োজন হয় সেসব উপাদানই হলো ম্যাক্রোনিউট্রিয়েন্ট।
একই উদ্ভিদের পাতা সবুজ হলেও ফুল রঙিন হয় কেন? উদ্ভিদের পাতায় সবুজ বর্ণের ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ থাকার কারণে এর রং সবুজ হয়। কিন্তু উদ্ভিদের ফুলের পাপড়িতে ক্রোমোপ্লাস্ট নামক প্লাস্টিড থাকে যা বিভিন্ন বর্ণ বৈচিত্র্য সৃষ্টি করে। ফলে উদ্ভিদের ফুল রঙিন হয়।