আর্সেনিকোসিস কি?
আর্সেনিকোসিস কি?
আর্সেনিকোসিস এক ধরনের আর্সেনিক ঘটিত রোগ যা পানিতে আর্সেনিক এর মাত্রা বৃদ্ধির কারণে ঘটে থাকে।
আর্সেনিকোসিস এক ধরনের আর্সেনিক ঘটিত রোগ যা পানিতে আর্সেনিক এর মাত্রা বৃদ্ধির কারণে ঘটে থাকে।
নিউক্লিওফাইল কি? যেসব বিকারক বিক্রিয়াকালে নিউক্লিয়াসের প্রতি আকৃষ্ট হয় এবং ইলেকট্রন দান করে তাদেরকে কেন্দ্রাকর্ষী বিকারক বা নিউক্লিওফাইল বলে।
পর্যায় সারণির একই গ্রুপের মৌলগুলোর ধর্ম একই রকম হয় কেন? একই গ্রুপের সকল মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম প্রায় একই রকম। একটি পরমাণুতে খুব সহজে একটি নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন যোগ হতে পারে আবার বিচ্ছিন্ন হতে পারে। রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া মূলত ইলেকট্রন সংযোজন, বিচ্ছিন্নকরণ কিংবা বিন্যাসকরণকে বোঝায়। এ কারণে কোনো মৌল কিরূপ আচরণ করবে তা নির্ভর…
পারমাণবিক সংখ্যা বলতে কি বুঝ? কোনো মৌলের একটি পরমাণুতে প্রোটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। হাইড্রোজেনের একটি পরমাণুতে একটি প্রোটন আছে, তাই হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা ১। অক্সিজেনের একটি পরমাণুতে ৮টি প্রোটন আছে, তাই অক্সিজেনের পারমাণবিক সংখ্যা ৮। কার্বনের একটি পরমাণুতে ৬টি প্রোটন আছে, তাই কার্বনের পারমাণবিক সংখ্যা ৬।
হেসের তাপ সমষ্টিকরণ সূত্রটি কী? যদি প্রারম্ভিক ও শেষ অবস্থা স্থির থাকে তবে কোন বিক্রিয়া এক বা একাধিক ধাপে সংগঠিত হোক না কেন, প্রতিক্ষেত্রে বিক্রিয়া তাপ বা এনথালপি সমান থাকে।
শতকরা সংযুতি কি? কোনো যৌগ তার উপাদান মৌলগুলো তুলনামূলকভাবে কী পরিমাণে বিদ্যমান আছে তার পরিমাণ এবং যৌগটিতে তার উপাদান মৌলগুলোর উপস্থিতির শতকরা আনুপাতিক পরিমাণই হলো শতকরা সংযুতি।
COD কাকে বলে? COD এর পূর্ণরূপ হলো Chemical Oxygen Demand এর অর্থ রাসায়নিক অক্সিজেন চাহিদা। কোনো দূষিত পানির পঁচনশীল ও অপঁচনশীল সব ধরনের জৈব ও অজৈব পদার্থকে K2Cr2O7+H2SO4 দ্বারা রাসায়নিক প্রক্রিয়ায় জারিত করা হয়। এক্ষেত্রে প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহকৃত রাসায়নিক পদার্থ যোগান দেয়। সুতরাং পানির নমুনায় পঁচনশীল ও অপঁচনশীল সব ধরনের দূষক পদার্থ ভাঙ্গার জন্য প্রয়োজনীয় অক্সিজেনকে COD…