লুইস এসিড কি?
লুইস এসিড কি?
যে সকল পদার্থ বিক্রিয়ায় অংশগ্রহণকালে একজোড়া ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে লুইস এসিড বলে।
যে সকল পদার্থ বিক্রিয়ায় অংশগ্রহণকালে একজোড়া ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে লুইস এসিড বলে।
সমাণু কি? একই আণবিক সংকেত বিশিষ্ট দুটি যৌগের ভৌত ও রাসায়নিক ধর্ম ভিন্ন হলে তাদেরকে পরস্পরের সমাণু বলে।
নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া কি? যে নিউক্লিয়ার বিক্রিয়ায় ক্ষুদ্র ক্ষুদ্র দুটি নিউক্লিয়াস একত্রিত হয়ে অপেক্ষাকৃত বৃহদাকার নিউক্লিয়াস গঠন করে, তাকে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া বলে।
টারটারিক এসিডের গাঠনিক সংকেত হলোঃ 2,3-ডাইহাইড্রক্সিবুটানেডিওয়িক এসিড, C₄H₆O₆ ( 2,3-Dihydroxybutanedioic acid ) টারটারিক এসিডের 3D গাঠনিক চিত্র সাদা বল গুলো হাইড্রোজেন, লাল বল গুলো অক্সিজেন ছাই রঙের বল গুলো কার্বন। টারটারিক এসিডের অন্যান্য বা অপর নাম সমূহঃ 2,3-ডাইহাইড্রোক্সিসাকসিনিক এসিড ( 2,3-Dihydroxysuccinic acid ) থ্রিয়ারিক এসিড ( Threaric acid ) রেসিমিক এসিড ( Racemic acid ) ইউভিক এসিড ( Uvic acid ) প্যারাটারটারিক এসিড ( Paratartaric…
একই পর্যায়ে যতো বাম হতে ডানদিকে যাওয়া যায় ততোই মৌলসমূহের ধাতু ধর্ম হ্রাস পায় কেন? একই পর্যায়ে যতই বাম থেকে ডানদিকে যাওয়া যায় মৌলসমূহের ধাতু ধর্ম ততোই হ্রাস পায়। একই পর্যায়ে বাম থেকে ডানদিকে যাওয়ার সময় মৌলের সর্ববহিঃস্থ কক্ষপথে নতুন কোনো কক্ষপথ যুক্ত হয় না। ফলে সর্বোচ্চ শক্তিস্তরে ইলেকট্রনসমূহ নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থান করে। পারমাণবিক ব্যাসার্ধ…
সমাণুকরণ বিক্রিয়া কি? যে বিক্রিয়ায় কোনো যৌগের অণুতে পরমাণু পুর্নবিন্যস্ত হয়ে অন্য সমাণু উৎপন্ন করে তাকে সমানুকরণ বিক্রিয়া বলা হয়।
নিউক্লিয়াস কাকে বলে? পরমাণুর কেন্দ্রে ধনাত্মক আধানযুক্ত প্রোটন এবং আধানহীন নিউট্রন একত্রিত হয়ে নিউক্লিয়াস গঠন করে আর এদেরকে ঘিরে ঋণাত্মক আধানের ইলেকট্রন ঘুরছে। নিউক্লিয়াসের সংজ্ঞায় রাদারফোর্ডের মডেলটি নিম্নরূপ – ১৯০৯ সালে বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড আলফা কণিকা বিক্ষেপণ পরীক্ষা সম্পাদন করেন। পরীক্ষালব্দ্ধ ফলাফল থেকে ১৯১১ সালে তিনি এই সিদ্ধান্তে উপনীত হন যে, পরমাণুর একটি কেন্দ্র আছে।…