আংশিক আয়তন সূত্র কি?
আংশিক আয়তন সূত্র কি?
নির্দিষ্ট তাপমাত্রায় গ্যাসীয় মিশ্রণের কোনো একটি উপাদানের আংশিক আয়তন উহার মোল ভগ্নাংশ ও মিশ্রণের মোট আয়তনের গুণফলের সমান।
নির্দিষ্ট তাপমাত্রায় গ্যাসীয় মিশ্রণের কোনো একটি উপাদানের আংশিক আয়তন উহার মোল ভগ্নাংশ ও মিশ্রণের মোট আয়তনের গুণফলের সমান।
হিমাঙ্ক কাকে বলে? যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ কঠিন পদার্থে পরিণত হয় সে তাপমাত্রাকে ঐ পদার্থের হিমাঙ্ক বলে। যা গলনাঙ্ক এর সমান হয়। সাধারণত কোনো পদার্থের গলনাঙ্ক ও হিমাঙ্ক একই হয়ে থাকে। পানি শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফে পরিণত হয়। এই শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে পানির ফ্রিজিং পয়েন্ট বা হিমাঙ্ক বলে। পানির হিমাঙ্ক হলো শূন্য…
ব্যাণ্ড বর্ণালি কাকে বলে? ব্যাণ্ড বর্ণালি বস্তুতে অনেকগুলো নিবিড় সম্পৃক্ত বর্ণালি রেখার সমন্বয়ে গঠিত হয। ব্যাণ্ড বর্ণালি উদ্ভবে ইলেকট্রনের ধাপান্তরের পাশাপাশি অণুর আবর্তন কম্পনের প্রভাব রয়েছে। ব্যাণ্ড বর্ণালি একটি অণুর বৈশিষ্ট্য মূলক বর্ণালি। এটি আণবিক বর্ণালি হিসেবেও পরিচিত।
নগ্নীভবন (Denudation) কাকে বলে? বিচূর্ণীভবনের সময় শিলা চূর্ণ-বিচূর্ণ হয়। ক্ষয়ীভবন দ্বারা ঐ শিলা অপসারিত হলে নিচের অবিকৃত শিলাগুলো নগ্ন হয়ে পড়ে এরূপ কার্যকে নগ্নীভবন বলে। নগ্নীভবন অর্থ উন্মুক্ত করা। যে প্রক্রিয়ায় ভূ-পৃষ্ঠের শিলাসমূহ অনবরত চূর্ণ-বিচূর্ণ হয়ে ক্ষয়প্রাপ্ত হয় এবং কালক্রমে ক্ষয়প্রাপ্ত শিলাগুলি সৃষ্ট নদীস্রোত, বায়ুপ্রবাহ, হিমবাহসহ বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা অন্যত্র অপসারিত হয় এবং নিচের…
পদার্থের পরিবর্তন কাকে বলে? বাহ্যিক তাপ, চাপ ও অন্য পদার্থের সংস্পর্শে পরিবেশে বিদ্যমান পদার্থগুলো পরিবর্তিত হয়ে যায়, যা পদার্থের পরিবর্তন নামে পরিচিত। পদার্থের পরিবর্তনের প্রকারভেদ পদার্থের পরিবর্তন দুই প্রকার। যথাঃ ১। ভৌত পরিবর্তন এবং ২। রাসায়নিক পরিবর্তন।
হাইজেন বার্গের অনিশ্চয়তা নীতি কি? হাইজেন বার্গ প্রমাণ করেন যে, যদি গতিশীল কোনো কণার অবস্থান নির্ভুলভাবে নির্ণয় করা যায়, তখন এর ভরবেগ অনিশ্চিত হয়ে পড়ে, আবার ঐ কণার ভরবেগ নির্ভুল ভাবে নির্ণয় সম্ভব হলে, তখন এর অবস্থান সঠিকভাবে নির্ণয় করা যায় না। গাণিতিকভাবে প্রমাণিত এ নীতিকেই হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি বলে।
লবণের দ্রাব্যতার গুণফল কী? নির্দিষ্ট তাপমাত্রায় কোন স্বল্প দ্রাব্রতা বিশিষ্ট লবণের সম্পৃক্ত দ্রবণে আয়নগুলোর ঘনমাত্রার গুণফলকে ঐ লবণের দ্রাব্যতার গুণফল বলে।