আংশিক আয়তন সূত্র কি?

আংশিক আয়তন সূত্র কি?

দুই বা ততোধিক গ্যাসের মিশ্রণের সম্মিলিত আয়তন উক্ত মিশ্রণের উপাদানসমূহের আংশিক আয়তনের যোগফলের সমান। একে অ্যামাগার আংশিক আয়তন সূত্র বলে।এখানে উপাদানসমূহের আংশিক আয়তন বলতে মিশ্রণের সম্মিলিত চাপে এক একটি উপাদানের আলাদাভাবে নিজস্ব আয়তনকে বুঝায়। ডাল্টনের সূত্রের অনুরূপে এক্ষেত্রেও বলা যায়-

নির্দিষ্ট তাপমাত্রায় গ্যাসীয় মিশ্রণের কোনো একটি উপাদানের আংশিক আয়তন উহার মোল ভগ্নাংশ ও মিশ্রণের মোট আয়তনের গুণফলের সমান।

Similar Posts