জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি?

জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি?

জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি – গামা রশ্মি

জীব জগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি গামা। এর ভেদন ক্ষমতা মহাবিশ্বের যে কোনো কণা বা তরঙ্গের থেকে বেশি। এটি আধানবিহীন ও চৌম্বকক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না। সাধারণত নিউক্লিয় বিক্রিয়া গামা বিকিরণের উৎস। তেজস্ক্রিয় আইসোটোপ থেকে স্বতঃস্ফূর্তভাবে গামা বিকিরণ নির্গত হয়। এটি প্রাণিদেহ বা উদ্ভিদদেহের মধ্য দিয়ে গমনকালে স্থায়ী ক্ষতিসাধন করে। এর প্রভাবে স্কিন ক্যান্সার হতে পারে।