রসায়ন

পর্যায় সারণির বৈশিষ্ট্য

1 min read

পর্যায় সারণির বৈশিষ্ট্য (Characteristics of the Periodic Table)

আধুনিক পর্যায় সারণির উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ-

  • পর্যায় সারণিতে 7 টি পর্যায় বা আনুভূমিক সারি ও 18 টি গ্রুপ বা খাড়া স্তম্ভ রয়েছে।
  • প্রতিটি পর্যায় বাম দিকে থেকে গ্রুপ-1 হিসেবে শুরু করে গ্রুপ-18 পর্যন্ত বিস্তৃত।
  • মূল পর্যায়া সারণির নিচে 2টি আনুভূমিক সারি এবং 14 টি খাড়া স্তম্ভবিশিষ্ট একটি ছোট ছক প্রদর্শিত হয়েছে। এটিও মূল পর্যায় সারণির পর্যায় – 6 ও পর্যায় – 7 এর অংশ বিশেষ।
  • পর্যায় – 1 এ শুধুমাত্র দুটি মৌল রয়েছে। যারা গ্রুপ – 1ও গ্রুপ – 18 তে অবস্থিত।
  • পর্যায় – 2 ও পর্যায় – 3 এ আটটি করে মৌল রয়েছে। যারা গ্রুপ – 1 থেকে গ্রুপ – 2 এবং গ্রুপ -13 থেকে গ্রুপ – 18 এর মধ্যে অবস্থিত।
  • পর্যায় – 4 থেকে পর্যায় – 7 পর্যন্ত সবগুলো পর্যায়ের প্রতিটি গ্রুপই মৌল দ্বারা পূর্ণ।
  • পর্যায় – 4 ও পর্যায় – 5 এই দুটির ক্ষেত্রে 18 টি মৌল রয়েছে। অর্থাৎ প্রত্যেক গ্রুপে একটি করে মৌল স্থান দখল করে নিয়েছে।
  • পর্যায় – 6 ও পর্যায় – 7 এর ক্ষেত্রে ব্যতিক্রম লক্ষণীয়। তাদের প্রত্যেকে ক্ষেত্রে 18 টি গ্রুপে 32 টি করে মৌল রয়েছে। এদের ক্ষেত্রে শুধুমাত্র গ্রুপ – 32 তেই 15 টি মৌলের অবস্থান। বাকি 17 টি গ্রুপে একটি করে মৌল অবস্থান করে। এভাবে সর্বমোট 32 টি মৌল সন্নিবেশিত হয়েছে।

 

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x