একই পর্যায়ে বামদিকে থেকে ডানদিকে মৌলসমূহের ধর্ম পরিবর্তিত হয় কেন?

একই পর্যায়ে বামদিকে থেকে ডানদিকে মৌলসমূহের ধর্ম পরিবর্তিত হয় কেন?

পর্যায় সারণিতে যেকোনো একটি পর্যায়ের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে, মৌলসমূহের ধর্ম পরিবর্তিত হয়। কারণ একই পর্যায়ের বাম দিকের মৌলগুলো সাধারণ ধাতু এবং ক্রমে তা অপধাতু এবং অধাতুতে আবর্তিত হয়। তৃতীয় পর্যায়ের সর্ববামে সোডিয়াম রয়েছে যা একটি সক্রিয় ধাতু। অন্যদিকে ক্লোরিন (সর্বডানে দ্বিতীয়) একটি সক্রিয় অধাতু। এ দুইয়ের মাঝামাঝি মৌল ধাতু থেকে অধাতুতে রূপান্তরের একটি ধারাবাহিকতা পরিলক্ষিত হয়। সোডিয়াম, ম্যাগনেসিয়াম ও অ্যালুমিনিয়াম ধাতু প্রকৃতির। সিলিকন একটি অপধাতু (যা ধাতু ও অধাতু উভয়ের বৈশিষ্ট্য বহন করে)। ফসফরাস, সালফার ও ক্লোরিন এরা সবাই অধাতু। এদের গলনাংক ও স্ফুটনাংক কম। পর্যায় সারণির একই পর্যায়ের বাম দিক থেকে ডানদিকে পারমাণবিক আকার হ্রাস পায়। পারমাণবিক আকার ব্যতিত অন্যান্য ধর্মসমূহ সাধারণভাবে পর্যায় সারণির একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে বৃদ্ধি পায়।

Similar Posts