Similar Posts
স্পোরুলেশন পদ্ধতি কাকে বলে?
স্পোরুলেশন পদ্ধতি কাকে বলে? যে পদ্ধতিতে বংশবৃদ্ধির ক্ষেত্রে একটি জীবের কোষের প্রোটোপ্লাজম বহু খণ্ডে বিভক্ত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীব বা স্পোর গঠন করে তাকে স্পোরুলেশন বলে। অনুকূল পরিবেশে প্রতিটি স্পোর থেকে একটি করে নতুন জীব সৃষ্টি হয়। অ্যামিবা, ব্যাকটেরিয়া ইত্যাদি জীবে স্পোরুলেশন ঘটে।
অগুচ্ছ মূল কাকে বলে?
অগুচ্ছ মূল কাকে বলে? এসব মূল একত্রে গাদাগাদি করে গুচ্ছাকারে জন্মায় না বরং পরস্পর থেকে আলাদা থাকে। কেয়া গাছের ঠেশমূল, বটের ঝুরিমূল এর ধরনের অগুচ্ছ মূল।
পেশি টিস্যু কাকে বলে? পেশি টিস্যুর কাজ, পেশি টিস্যুর প্রকারভেদ
পেশি টিস্যু কাকে বলে? ভ্রূণীয় মেসোডার্ম থেকে উৎপন্ন বিশেষ ধরনের টিস্যুকে বলা হয় পেশি টিস্যু। এরা সংকোচন এবং প্রসারণশীল টিস্যু। এদের মাতৃকা প্রায় অনুপস্থিত। পেশি কোষগুলো সরু, লম্বা ও তন্তুময়। তন্তুগুলো মাকু আকৃতির। এ ধরনের তন্তুকে মায়োফাইব্রিলও বলা হয়। পেশি কোষের সাইটোপ্লাজমে এক বা একাধিক নিউক্লিয়াস থাকে এদের কোষ পর্দাকে সারকোলেমা বলা হয়। আড়াআড়ি ডোরাযুক্ত…
ফুসফুস ক্যান্সার প্রতিকারে রেডিয়েশন থেরাপি প্রয়োগ করা হয় কেন?
ফুসফুস ক্যান্সার প্রতিকারে রেডিয়েশন থেরাপি প্রয়োগ করা হয় কেন? রেডিয়েশন বা তেজষ্ক্রিয়তা প্রয়োগের মাধ্যমে কোন রোগ নিরাময়কে বলা হয় রেডিয়েশন থেরাপি। ক্যান্সার আক্রান্ত ফুসফুসে একটি নির্দিষ্ট মাত্রায় নির্দিষ্ট সময় ধরে রেডিয়েশন প্রয়োগ করলে একসময় ক্যান্সার আক্রান্ত কোষগুলো ধ্বংস হয়। এতে ক্যান্সার আক্রান্ত ফুসফুস ধীরে ধীরে সুস্থ্য ও স্বাভাবিক হয়ে ওঠে। এ কারণেই ফুসফুস ক্যান্সার প্রতিকারে…
DNA ট্রান্সলেশন কাকে বলে?
DNA ট্রান্সলেশন কাকে বলে? বার্তাবহ RNA সাইটোপ্লাজমে এসে রাইবোজোমের সাথে যুক্ত হওয়ার পর ত্রয়ী সংকেতগুলো অ্যামিনো এসিডের ভাষায় অনুদিত হওয়ার নাম ট্রান্সলেশন। এই প্রক্রিয়ায় বিভিন্ন rRNA তাদের অ্যান্টিকোডন দ্বারা mRNA এর সাথে সাময়িকভাবে যুক্ত হলে অ্যামিনো এসিডগুলোর মধ্যে পেপটাইড বন্ধনী গঠিত হয়।
অনুপ্রস্থ তল কি?
অনুপ্রস্থ তল কি? প্রাণিদেহের আড়াআড়ি অর্থাৎ পৃষ্ঠদেশ থেকে অঙ্কীয় দেশ পর্যন্ত তলকে অনুপ্রস্থ তল বলে।