নটোকর্ড কি? নটোকর্ডের ভিত্তিতে প্রাণিজতকে কত ভাগে ভাগ করা হয়?

নটোকর্ডঃ

কর্ডাটা পর্বের প্রাণীদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং খাদ্যনালির মধ্যবর্তী অঞ্চলে লম্বালম্বিভাবে অবস্থিত অস্থিময় দণ্ডকে নটোকর্ড বলে।

সমস্ত কর্ডাটা (Chordata) পর্বভূক্ত প্রাণিদেহের পরিস্ফূরণ কালের কোনো না কোনো দশায় নটোকর্ড দেখা যায়।

নটোকর্ডের উপস্থিতিতে প্রাণিজগতকে দুই ভাগে ভাগ করা হয়। যথা-

১. নন-কর্ডাটা (Non-chordata) :

যে সকল প্রাণীল নটোকর্ড নেই তারাই নন-কর্ডাটা (Non-chordata)।
যেমন- Periplaneta americana (তেলাপোকা), Pila globosa (আপেল শামুক) ইত্যাদি।

২. কর্ডাটা (Chordata):

যে সকল প্রাণীর সারাজীবন অথবা শুধুমাত্র ভ্রূণীয় দশায় নটোকর্ড বিদ্যমান থাকে তাদের কর্ডাটা (Chordata) বলে।
যেমন – Labeo rohita (রুই মাছ), Panthera tigris (বাঘ) ইত্যাদি।