মেরুদণ্ডী প্রাণী কাকে বলে?
মেরুদণ্ডী প্রাণী (Vertebrata) কাকে বলে?
যে সকল প্রাণীর মেরুদণ্ড আছে তাদেরকে মেরুদণ্ডী প্রাণী বা ভার্টিব্রাটা (Vertebrata) বলে।
যেমন – Naja naja (গোখরা), Bos indicus (গরু) ইত্যাদি।
যে সকল প্রাণীর মেরুদণ্ড আছে তাদেরকে মেরুদণ্ডী প্রাণী বা ভার্টিব্রাটা (Vertebrata) বলে।
যেমন – Naja naja (গোখরা), Bos indicus (গরু) ইত্যাদি।
ডিপ্লয়েড কাকে বলে? উচ্চ শ্রেণির জনন কোষ সৃষ্টির সময় এবং অপত্য কোষের ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার অর্ধেক হয়। এ অবস্থাকে হ্যাপ্লয়েড বলে। দুটি হ্যাপ্লয়েড কোষের মিলন ঘটলে তাকে ডিপ্লয়েড বলে।
ইউরোক্রোম কি? এক ধরনের রঞ্জক পদার্থ যার উপস্থিতিতে মূত্র স্বাভাবিক হলুদ বা খড় রং প্রাপ্ত হয়।
নিষেক কি ? যৌন প্রজননে শুক্রাণু বা পুংগ্যামেট ও ডিম্বাণু স্ত্রীগ্যামেটের মিলন ঘটে এবং তাদের সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস এর মিলনের ফলে যে জাইগোট উৎপন্ন হয় তাকে নিষেক বলে। নিষেক প্রক্রিয়ায় ২ টি উল্লেখযোগ্য ঘটনা ঘটে।যথা- ১. মিলনের ফলে ডিম্বানু সক্রিয় হয় এবং ভ্রুন সৃষ্টিতে উদ্ভুদ্ধ হয়। ২. নিউক্লিয়াস এর মিলনের ফলে মাতা পিতার যে জিন…
উদ্ভিদ কাকে বলে? উদ্ভিদ শব্দটি উৎ এবং ভিদ সহযোগে সৃষ্টি হয়েছে। উৎ অর্থ উপরে ওঠা এবং ভিদ অর্থ ভেদ করা। উদ্ভিদ হলো ঐ সব তৃণলতা এবং গুল্মাদি যারা মাটি ভেদ করে উপরে উঠে আসে। উদ্ভিদ জীবজগতের একটি বড় গোষ্ঠী যাদের অধিকাংশই সালোকসংশ্লেষণের মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য তৈরি করতে পারে এবং এরা চলাচল করতে পারে না।…
হরমোন দেহের পরিস্ফূটন, বৃদ্ধি এবং বিভিন্ন টিস্যুর কার্য নিয়ন্ত্রণ করে। ব্যক্তির আচরণ, স্বভাব এবং আবেগ প্রবণতার উপরও হরমোনের প্রভাব অপরিসীম। এগুলো রক্তের মাধ্যমে পরিবাহিত হয়ে উৎপত্তিস্থল থেকে দেহের দূরবর্তী কোনো কোষ বা অঙ্গকে উদ্দীপিত করে। এজন্য হরমোনকে কখনো কখনো রাসায়নিক দূতও বলা হয়।
থ্রম্বোপ্লাস্টিন কি? থ্রম্বোপ্লাস্টিন হলো রক্তের অণুচক্রিকা হতে নিঃসৃত এক প্রকার রাসায়নিক দ্রব্য যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে।