দ্বি-অরীয় প্রতিসম কাকে বলে?

দ্বি-অরীয় প্রতিসম কাকে বলে?

এ অবস্থাটি অরীয় প্রতিসাম্য থেকে কিছুটা ভিন্নতর। এক্ষেত্রে লম্বালম্বি অক্ষ-বরাবর অতিক্রান্ত কেবল দুটি ছেদন তলে দেহকে সমান দুটি অর্ধাংশে বিভক্ত করা যায়। ছেদন তল দুটি পরস্পরের সাথে সমকোণে বিন্যস্ত। ফলে প্রাণীদেহ ৪টি সমান খণ্ডে বিভক্ত হয়ে যায়। এরূপ প্রতিসাম্যকে Tetramerous Symmetry নামে অভিহিত করা যায়। যেমন – Anthozoa.

Similar Posts