Similar Posts
ফসফোরাইলেশন কাকে বলে?
ফসফোরাইলেশন কাকে বলে? নাইট্রোজেন বেসের সাথে রাইবোজ সুগার যুক্ত হয়ে তৈরি হওয়া অ্যাডিনোসিনের সাথে এক বা একাধিক ফসফেট/ ফসফোরিক এসিড যুক্ত হয়ে অ্যাডিনোসিন মনোফসফেট, অ্যাডিনোসিন ডাই ফসফেট, অ্যাডিনোসিন ট্রাইফসফেট গঠিত হয়। এভাবে ফসফেট যুক্ত হওয়ার সময় বাইরে থেকে শক্তি দিতে হয়। কোনো যৌগের সাথে এভাবে ফসফেট যুক্ত করার প্রক্রিয়াই হলো ফসফোরাইলেশন।
সাইটোপ্লাজম কি?
সাইটোপ্লাজম কাকে বলে? প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াস বা কেন্দ্রিকাটিকে সরিয়ে নিলে যে জেলির মতো বস্তুটি থেকে যায় সেটিই সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের মধ্যে অনেক ধরনের অঙ্গাণু থাকে। এদের প্রত্যেকের কাজ আলাদা হলেও একে অপরের উপর নিভরশীল। এই অঙ্গাণুগুলো কোনো কোনোটি ঝিল্লিযুক্ত আবার কোনো কোনোটি ঝিল্লিবিহীন।
খাদ্য কাকে বলে?
খাদ্য কাকে বলে? জীবের দেহে শক্তি সরবারহ করতে, দেহ গঠনে, জীবনের স্বাভাবিক কাজকর্ম বজায় রাখতে যেসব জৈব উপাদান গ্রহণ করে তাকে খাদ্য বলে। অর্থাৎ খাদ্য হলো পুষ্টিগুণযুক্ত কোনো পদার্থ যা প্রাণীর দেহে শক্তি সরবরাহ এবং টিস্যু তৈরি ও প্রতিস্থাপন এবং জীবনের কার্যক্রম বজায় রাখতে সহায়তা করে।
অ্যাক্সিমিক্সিস কি?
অ্যাক্সিমিক্সিস কি? শুক্রাণু ও ডিম্বাণুর প্রো-নিউক্লিয়াসের মিলনকে অ্যাক্সিমিক্সিস বলে।
থ্রম্বোসাইট কাকে বলে?
থ্রম্বোসাইট কাকে বলে? থ্রম্বোসাইট এর বাংলা প্রতিশব্দ অণুচক্রিকা, যা এক ধরনের রক্তকণিকা। যে রক্তকণিকা রক্ত তঞ্চন করে বা জমাট বাঁধানোতে সাহায্য করে তাকে থ্রম্বোসাইট বা অণুচক্রিকা বলে। রক্তে এ কণিকা নির্দিষ্ট পরিমাণে না থাকলে রক্তপাত সহজে বন্ধ হয় না। ফলে অনেক রোগীর প্রাণনাশের আশঙ্খা থাকে।
কাণ্ড কি?
কাণ্ড কি? প্রধান মূলের সাথে লাগান মাটির উপরে উদ্ভিদের অংশটি কাণ্ড। কাণ্ডের গায়ে পর্ব ও পর্ব মধ্য থাকে। পর্ব থেকে পাতা উৎপন্ন হয়। কাণ্ড পাতা ও শাখা প্রশাখার ভার বহন করে।