Similar Posts
ত্রিস্তরী প্রাণী কাকে বলে? | ত্রিস্তরী প্রাণী কি?
ত্রিস্তরী প্রাণী কাকে বলে? যে সমস্ত প্রাণীর কোষগুলো Ectoderm (বহিঃস্তর), Mesoderm (মধ্যস্তর) এবং Endoderm (অন্তঃস্তর) নামক তিনটি ভ্রূণীয় স্তর নিয়ে গঠিত তাদের ত্রিস্তরী প্রাণী বলে। যেমন – Fasciola hepatica (যকৃত কৃমি), Tenualosa ilisha (ইলিশ), Cavia porcellus (গিনিপিগ) ইত্যাদি।
অপ্রতিসম প্রাণী কাকে বলে?
অপ্রতিসম প্রাণী কাকে বলে? যখন কোনো প্রাণীর দেহের অঙ্গ-প্রত্যঙ্গগুলো বিন্যাস এমনভাবে সজ্জিত থাকে যে, উক্ত প্রাণীটিকে তার কেন্দ্রবিন্দু বরাবর কোনো তলেই সমান দুই ভাগে বিভক্ত করা যায় না তাকে অপ্রতিসম প্রাণী বলে। যেমন- Amoeba proteus (অ্যামিবা), Spongilla fragilis (স্পঞ্জিলা) ইত্যাদি।
তন্ত্র কাকে বলে?
তন্ত্র কাকে বলে? প্রাণিদেহে একাধিক অঙ্গ মিলিতভাবে যদি একই ধরনের শারীরবৃত্তীয় কাজ সম্পন্ন করে, তাহলে অঙ্গগুলোকে একত্রে তন্ত্র বলে।
ভ্রূণ আবরণী কাকে বলে?
ভ্রূণ আবরণী কাকে বলে? প্রত্যেক প্রজাতিতে ভ্রূণের জন্য মাতৃদেহের ভিতর সহজ, স্বাভাবিক ও নিরাপদ পরিবর্ধনের ব্যবস্থা হিসেবে ভ্রূণের চারদিকে যে আবরণগুলো থাকে সেগুলোকে বলা হয় ভ্রূণ আবরণী। এগুলো ভ্রূণের পুষ্টি, গ্যাসীয় আদান-প্রদান, বর্জ্য নিষ্কাশন ইত্যাদি কাজে সহায়তা করে থাকে।
অরীয় প্রতিসম প্রাণী কাকে বলে?
অরীয় প্রতিসম প্রাণী কাকে বলে? যখন কোনো প্রাণীর দেহের অঙ্গ-প্রত্যঙ্গগুলোর বিন্যাস এ রকম হয় যে, ঐ প্রাণীটিকে অনুদৈর্ঘ্য অক্ষ বরাবর দুইয়ের অধিক তলে সমদ্বিখণ্ডিত করা যায, তখন তাকে অরীয় প্রতিসম প্রাণী বলে। যেমন – Hydra vulgaris (হাইড্রা), Astropecten auranciacus (সমুদ্র তারা) ইত্যাদি।
TSH কি?
TSH কি? পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত একটি হরমোন হলো TSH বা থাইরয়েড উদ্দীপক হরমোন।