Similar Posts
রাতকানা কাকে বলে?
রাতকানা কাকে বলে? রাতকানা এক ধরনের রোগ যার ফলে স্বল্প আলোকে ভালো দেখা যায় না, চোখে সবকিছু ঝাপসা দেখা যায়। ভিটামিন ‘এ’ এর অভাবে রাতকানা রোগ হয়ে থাকে। সাধারণত দুই থেকে পাঁচ বছর বয়সের শিশুদের মধ্যে এ রোগ বেশি দেখা যায়।
গামা বৈচিত্র্য কাকে বলে? গামা বৈচিত্র্যের বৈশিষ্ট্য
গামা বৈচিত্র্য কাকে বলে? কোনো বৃহৎ ভৌগলিক পরিবেশে প্রাকৃতিক স্থলজ বা জলজ বাসস্থলে গোষ্ঠীর বা প্রজাতির গোষ্ঠীগত বিভিন্নতা কারণে সৃষ্ট জীববৈচিত্র্যেকে গামা বৈচিত্র্য বলে। হুইটেকারের মতে, গামা বৈচিত্র্র্য হলো, “…the total species diversity in a landscape.” একটি বৃহৎ প্রাকৃতিক ভূখণ্ডে স্থানীয় বা আঞ্চলিক, মাঝারি ও বৃহৎ স্থলজ ও জলজ বাসস্থলের উপস্থিতি রয়েছে। হুইটেকার একই গোষ্ঠীর…
পত্ররন্ধ্র কি?
পত্ররন্ধ্র কি? উদ্ভিদের পাতায় দুটি রক্ষীকোষ বিশিষ্ট যে ক্ষুদ্র রন্ধ্র দেখা যায় তাই হলো পত্ররন্ধ্র।
ভাইরাস কোন্ অবস্থায় জীবের লক্ষণ হারিয়ে ফেলে?
ভাইরাস কোন্ অবস্থায় জীবের লক্ষণ হারিয়ে ফেলে? ভাইরাসের দেহ প্রধানত আমিষ ও নিউক্লিক এসিড দ্বারা গঠিত। যখন এদের আমিষ আবরণ থেকে নিউক্লিক এসিড বের হয়ে যায় তখন এরা জীবের লক্ষণ হারিয়ে ফেলে।
ব্লাস্টেুলেশন কি?
ব্লাস্টেুলেশন কি? হাইড্রা বারবার বিভাজিত হয়ে ভ্রূণীয়দশায় পরিণত হওয়াকে মরুলা বলে। মরুলা থেকে ব্লাস্টুলা গঠনের প্রক্রিয়াকে ব্লাস্টুলেশন বলে।
পারকিনসন রোগ কি?
পারকিনসন রোগ কি? পারকিনসন এক ধরনের মস্তিষ্কের রোগ। ডোপামিন তৈরির কোষগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে গেলে পারকিনসন রোগ হয়। বংশগতভাবে এ রোগটি হয়ে থাকে।