সিলেন্টেরন কাকে বলে?

সিলেন্টেরনঃ

হাইড্রার দেহের মাঝখানে অবস্থিত নলাকার গহব্বরটিকে সিলেন্টেরন বা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বা পরিপাক সংবহন গহ্বর বলে। অন্তঃত্বকের ক্ষণপদযুক্ত ও ফ্ল্যাজেলাযুক্ত পুষ্টি কোষের ক্ষণপদ ও ফ্ল্যাজেলা সিলেন্টেরন এ অবস্থান করে। এটি উপরে মুখছিদ্র পথে উন্মুক্ত হয়।

কাজঃ
খাদ্য বস্তুর বহিঃকোষীয় পরিপাক, রেচন পদার্থ পরিবহন ও এর মধ্যে বিদ্যমান পানি শ্বসনে সহায়তা করে থাকে।

Similar Posts