Similar Posts
আপেক্ষিক আর্দ্রতা কি?
আপেক্ষিক আর্দ্রতা কি? বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ ও বায়ুর জলীয় বাষ্পের ধারণক্ষমতার আনুপাতিক হারই হলো আপেক্ষিক আর্দ্রতা।
বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর বৈজ্ঞানিক নাম
প্রাণীর বৈজ্ঞানিক নাম (প্রাণী) – (বৈজ্ঞানিক নাম) – (উচ্চারণ) 1. মানুষ— Homo sapiens (হােমাে সেপিয়েন্স) 2. অ্যামিবা— Amoeba proteus (অ্যামিবা প্রােটিয়াস) 3. কেঁচো— Pheretima posthuma (পেরেটিমা পােস্তমা) 4. জোক— Hirudo medicinalis (হিরডাে মেডিসিনালিস) 5. সিংহ— Panthera leo (পেনথেরা লিও) 6. কুনাে ব্যাঙ— Bufo melanostictus (বুফো মেলানোস্টিকটাস) 7. চড়ুই— Passer domesticus (পাসার ডােমিস্টিকাস) 8. দোয়েল— Copsychus Saularis (কপসিকাম সােলারিম) 9. গােখরা সাপ— Naja naja (নাজা…
দেহকে রক্ষায় শ্বেতকণিকার ভূমিকা
দেহকে রক্ষায় শ্বেতকণিকার ভূমিকা শ্বেতকণিকা প্রহরীর মতো দেহকে বিভিন্ন রোগজীবাণুর হাত থেকে রক্ষা করে। ক্ষণপদ সৃষ্টির মাধ্যমে শ্বেতকণিকা রোগজীবাণুকে ভক্ষণ করে এবং রোগের হাত থেকে দেহকে রক্ষা করে। শুধু তাই নয় এন্টিবডি তৈরির মাধ্যমেও শ্বেত কণিকা দেহকে বিভিন্ন ধরনের রোগের হাত থেকে রক্ষা করে থাকে।
শ্বাসক্রিয়া কাকে বলে?
শ্বাসক্রিয়া কাকে বলে? যে প্রক্রিয়ায় দেহে অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড নিষ্কাশন করা হয় তাকে শ্বাসক্রিয়া বলা হয়। স্নায়ুবিক উত্তেজনায় অক্সিজেন যুক্ত বায়ু ফুসফুসে প্রবেশ করে এবং নিঃশ্বাসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত বায়ু বাইরে নির্গত হয়।
স্পোরুলেশন পদ্ধতি কাকে বলে?
স্পোরুলেশন পদ্ধতি কাকে বলে? যে পদ্ধতিতে বংশবৃদ্ধির ক্ষেত্রে একটি জীবের কোষের প্রোটোপ্লাজম বহু খণ্ডে বিভক্ত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীব বা স্পোর গঠন করে তাকে স্পোরুলেশন বলে। অনুকূল পরিবেশে প্রতিটি স্পোর থেকে একটি করে নতুন জীব সৃষ্টি হয়। অ্যামিবা, ব্যাকটেরিয়া ইত্যাদি জীবে স্পোরুলেশন ঘটে।
লিউকোসাইট কি?
লিউকোসাইট কি? লিউকোসাইট হলো হিমোগ্লোবিন বিহীন এক নিউক্লিয়াসযুক্ত রক্তকণিকা যা দেহে প্রতিরক্ষার কাজ করে।