হাইপোস্টোম কি?
হাইড্রার দেহের মুক্ত ও সম্মুখ প্রান্তে মোচকৃতি, সংকোচন প্রসারণশীল অঙ্গটি হাইপোস্টোম।
আরো কিছু প্রশ্ন উত্তরঃ
১। পরিস্ফুটন কি?
যেসব ক্রম পরিবর্তন এর মাধ্যমে জাইগোট থেকে শিশু প্রাণির উৎপত্তি ঘটে তাকে পরিস্ফুটন বলে।২। কর্ষিকা কি
হাইড্রার হাইপোস্টোম এর গোড়ার চতুর্দিকে ঘিরে দেহ অপেক্ষা লম্বা ও ফাঁপা সুতার মতো অঙ্গকে কর্ষিকা বলে।
যেসব ক্রম পরিবর্তন এর মাধ্যমে জাইগোট থেকে শিশু প্রাণির উৎপত্তি ঘটে তাকে পরিস্ফুটন বলে।২। কর্ষিকা কি
হাইড্রার হাইপোস্টোম এর গোড়ার চতুর্দিকে ঘিরে দেহ অপেক্ষা লম্বা ও ফাঁপা সুতার মতো অঙ্গকে কর্ষিকা বলে।
৩। নিডোসাইট কি?
নিডারিয়া পর্বের সকল প্রাণী এপিডার্মিস এর পেশি আবরণী কোষ সমূহের মধ্যবর্তী স্থান অথবা অভ্যন্তরে যেসব বিশেষায়িত কোষ থাকে তাদের নিডোসাইট বলে।
৪। সিলেন্টেরন কি?
নিডারিয়া পর্বের প্রাণীদের দেহাভ্যন্তরে একমাত্র পরিপাক সংবহন গহ্বরকে সিলেন্টেরন বলে।
৫। নিডোব্লাস্ট কি?
হাইড্রার পরিস্ফুটনরত নিডোসাইট কোষকে নিডোব্লাস্ট বলে।
৬। হিপনোটক্সিন কি?
আমিষ ও ফেনলের সমন্বয়ে গঠিত বিষাক্ত তরল পদার্থকে হিপনোটক্সিন বলে।
৭। মরুলা কি?
জাইগোট বিভাজিত হয়ে গোলাকার পিন্ডে পরিণত হয়। একে মরুলা বলে।
শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “হাইপোস্টোম কি?” আর্টিকেলটি পছন্দ হয়ে থাকলে, তাহলে অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।