Similar Posts
দ্বিস্তরী প্রাণী কাকে বলে? | দ্বিস্তরী প্রাণী কি?
দ্বিস্তরী প্রাণী কাকে বলে? যে সমস্ত প্রাণীর ভ্রূণের কোষগুলো Ectoderm (বহিঃস্তর) ও Endoderm (অন্তঃস্তর) নামক দুটি স্তরে সাজানো থাকে তাদের দ্বিস্তরী প্রাণী বলে। যেমন – Cnidaria পর্বের Hydra vulgaris (হাইড্রা)।
খাদ্য পরিপাকে HCl এর ভূমিকা কী?
খাদ্য পরিপাকে HCl এসিড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। HCl এসিড খাদ্যের মধ্যে কোনো অনিষ্টকারী ব্যাকটেরিয়া থাকলে তা মেরে ফেলে। ইহা নিষ্ক্রিয় পেসিনোজেনকে সক্রিয় পেপসিনে পরিণত করে এবং পাকস্থলিতে পেপসিনের সুষ্ঠ কাজের জন্য অম্লীয় পরিবেশ সৃষ্টি করে পরিপাকে সহায়তা করে।
সেন্ট্রোজোম কি?
সেন্ট্রোজোম কি? সেন্ট্রিওল যে স্বচ্ছ দানাবিহীন সাইটোপ্লাজম দ্বারা আবৃত থাকে তাকে সেন্ট্রোজোম বলে।
ঊর্ধ্বপাতনযোগ্য পদার্থের নাম
ঊর্ধ্বপাতনযোগ্য পদার্থের নাম ঊর্ধ্বপাতনযোগ্য পদার্থের কিছু পদার্থের নাম নিম্নরূপ- ন্যাপথালিন আয়োডিন কর্পূর নিশাদল (NH4Cl) কঠিন CO2 ইত্যাদি।
গ্যাসট্রিক আলসার কি?
গ্যাসট্রিক আলসার কি? আলসার হলো পাকস্থলির প্রদাহ বা ক্ষত। দীর্ঘদিন ধরে খাদ্য গ্রহণে অনিয়ম হলে পাকস্থলিতে অম্লের আধিক্য ঘটে। অনেকদিন ধরে এ অবস্থা চলতে থাকলে পাকস্থলিতে ক্ষতের সৃষ্টি হয়, তখন একে গ্যাস্ট্রিক আলসার বলে। এ রোগে পেটের ঠিক মাঝখানে একঘেয়ে ব্যাথা অনুভব হয়। এ রোগের প্রতিকারের জন্য নিয়মিত সহজপাচ্য খাদ্যগ্রহণ এবং অধিক তেল ও মশলাযুক্ত…
প্লাজমা মেমব্রেনের কাজ কি?
প্লাজমা মেমব্রেনের কাজ কি? প্লাজমা মেমব্রেন এর কাজ নিম্নরূপ – ১) কোষকে নির্দিষ্ট আকার প্রদান করে। ২) কোষ এর অভ্যন্তরীণ সকল বস্তুকে ঘিরে রাখে। ৩) বাইরের প্রতিকুল অবস্থা থেকে অভ্যন্তরীণ বস্তুকে রক্ষা করে। ৪) কোষের বাইরে এবং ভিতরে পদার্থের স্থানান্তর নিয়ন্ত্রণ ও সমন্বয় করে। ৫) বিভিন্ন রকম তথ্যের ভিত্তি হিসেবে কাজ করে।