শ্বসনতন্ত্র কাকে বলে?
শ্বসনতন্ত্র কাকে বলে?
যে জৈব-রাসায়নিক প্রক্রিয়ায় অক্সিজেনের উপস্থিতিতে, জারণের ফলে কোষস্থ খাদ্যের স্থিতিশক্তি তাপ ও গতিশক্তিতে রূপান্তরিত হয় এবং কার্বনডাই-অক্সাইড ও পানি উৎপন্ন হয় তাকে শ্বসন বলে। দেহে যে সকল অঙ্গ-প্রত্যঙ্গ শ্বসনকাজে অংশগ্রহণ করে তাদের একত্রে শ্বসনতন্ত্র বলে।
নাসারন্ধ্র, গলবিল, ল্যারিংস, ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রাঙ্কিওল, অ্যালভিওলাই এবং একজোড়া ফুসফুস নিয়ে মানুষের শ্বসনতন্ত্র গঠিত। এই তন্ত্র মানুষের দেহের সঞ্চিত খাদ্যকে পরিবেশ থেকে গৃহীত অক্সিজেনের সাহায্যে জারণ প্রক্রিয়ায় শক্তি উৎপাদন করে। এ শক্তি দেহের দৈনন্দিন কাজে সহায়তা করে।