Similar Posts
অঙ্কীয় বা বক্ষদেশ কি?
অঙ্কীয় বা বক্ষদেশ কি? পৃষ্ঠদেশের বিপরীত তলকে অঙ্কীয় দেশ বা বক্ষ দেশ বলে। সাধারণত এটি ভূমি সংলগ্ন বা ভূমির দিকে থাকে।
আত্মীকরণকে গঠনমূলক প্রক্রিয়া বলা হয় কেন?
আত্মীকরণকে গঠনমূলক প্রক্রিয়া বলা হয় কেন? শোষিত খাদ্যবস্তুর প্রোটোপ্লাজমে পরিণত বা রূপান্তরিত করার পদ্ধতি হলো আত্মীকরণ। কোষের প্রোটোপ্লাজম নিঃসৃত এনজাইমের সহায়তায় অ্যামাইনো এসিড, গ্লুকোজ, ফ্যাটি এসিড এবং গ্লিসারল, আমিষ, স্নেহ ও শর্করা তৈরি হয়। ফলে কোষের ক্ষয়পূরণ, গঠন এবং দেহের বৃদ্ধি ঘটে। তাই আত্তীকরণকে গঠনমূলক বা উপচিতি প্রক্রিয়া বলা হয়।
রক্তরস কি?
রক্তরস কি? রক্তরস হলো রক্তের বর্ণহীন তরল অংশ
এক সংকর ক্রস বা মনোহাইব্রিড ক্রস কাকে বলে?
এক সংকর ক্রস বা মনোহাইব্রিড ক্রস কাকে বলে? জিনতত্ত্বের কোনো পরীক্ষায় যখন একজোড়া বিপরীত বৈশিষ্ট্য বিবেচনায় রেখে সংকরায়ণ বা ক্রস ঘটানো হয় তখন তাকে এক সংকর ক্রস বা মনোহাইব্রিড ক্রস বলে। যেমন – বিশুদ্ধ লম্বা ও বিশুদ্ধ খাটো মটরশুঁটি উদ্ভিদের মধ্যে ক্রস।
থাইরয়েড গ্রন্থি কি?
থাইরয়েড গ্রন্থি কি? থাইরয়েড গ্রন্থি হলো প্রধানত থাইরক্সিন হরমোন নিঃসরণকারী নালিবিহীন অন্তঃক্ষরা গ্রন্থি যা গলার ট্রাকিয়ার উপরের অংশে অবস্থিত। Also Read: পিটুইটারি গ্রন্থি কি?
ক্রোমোপ্লাস্ট কাকে বলে? | ক্রোমোপ্লাস্টের কাজ
ক্রোমোপ্লাস্ট কাকে বলে? উদ্ভিদদেহের সবুজ ছাড়া অন্য যেকোনো বর্ণ ধারণকারী প্লাস্টিডকে ক্রোমোপ্লাস্ট বলা হয়। ফুলের পাপড়ি, ফলের রং অথবা সবুজ ব্যতীত অন্য যেকোনো রং ক্রোমোপ্লাস্ট এর কারণেই সৃষ্টি হয়। কখনও কখনও রঙিন বৃতি ও রঙিন মূলেও (মূলা, গাজর, মিষ্টি আলু) ক্রোমোপ্লাস্ট থাকে। ক্রোমোপ্লাস্টের কাজ পরাগায়নের জন্য কীটপতঙ্গসহ উচ্চ শ্রেণির প্রাণীসমূহকে আকৃষ্ট করে। ফল ও বীজের…