জীববিজ্ঞান

দ্বি-নেত্র দৃষ্টি কাকে বলে?

1 min read

দ্বি-নেত্র দৃষ্টি কাকে বলে?

মানুষের চোখের বৈশিষ্ট্য হলো – যখন সে দেখে একই সাথে দু’চোখেই এককভাবে দেখে। বস্তু থেকে প্রতিফলিত আরোকরশ্মি চোখের রেটিনায় পতিত হলে স্নায়ু উদ্দীপনা সৃষ্টি হয়। তাৎক্ষণিকভাবে এ উদ্দীপনা স্বতঃস্ফূর্তভাবে মস্তিষ্কের দৃষ্টিকেন্দ্রের প্রতিবিম্বে একভূত হয়। ফলশ্রুতিতে দু’চোখ এককভাবে বস্তুটিকে দেখতে পায়। এ কারণে মানুষের দৃষ্টিকে দ্বি-নেত্র দৃষ্টি বলে।
Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x