Similar Posts
প্রতিসম প্রাণী কাকে বলে?
প্রতিসম প্রাণী কাকে বলে? যে সকল প্রাণীতে কোনো না কোনো অক্ষ বা তলে প্রতিসাম্য বিদ্যমান তারাই প্রতিসম প্রাণী। প্রতিসমতার ভিত্তিতে প্রাণিজগতকে আবার চার ভাগে ভাগ করা যায়। যথা – ১. দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণী ২. অরীয় প্রতিসম প্রাণী ৩. সার্বিক বা গোলীয় প্রতিসম প্রাণী ৪. দ্বি-অরীয় প্রতিসম প্রাণী ইত্যাদি।
প্রতিসাম্য কি?
প্রতিসাম্য কি? প্রতিসাম্য (Symmetry) হলো প্রাণিদেহের কোনো অক্ষ বা তল বরাবর সদৃশ সমান অংশে বিভাজন। অর্থাৎ প্রতিসম প্রাণীদেহকে এক বা একাধিক তলে বিভক্ত করলে দুই পাশের অংশ সমান ও সদৃশ হবে।
মানুষের কয় জোড়া লালাগ্রন্থি থাকে?
মানুষের কয় জোড়া লালাগ্রন্থি থাকে? মানুষের তিন জোড়া লালাগ্রন্থি থাকে।
ট্রান্সজেনিক জীব কাকে বলে?
ট্রান্সজেনিক জীব কাকে বলে? জীন প্রকৌশলের মাধ্যমে প্রাপ্ত নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীবকে ট্রান্সজেনিক জীব বলে।
বিটা বৈচিত্র্য কাকে বলে? বিটা বৈচিত্র্যের বৈশিষ্ট্য
বিটা বৈচিত্র্য বিটা সূচক কাকে বলে? বিটা বৈচিত্র্যের ধারণার উদ্ভাবক হুইটেকার এর মতে, আন্তঃপ্রাকৃতিক স্থলজ বা জলজ বাসস্থলে আন্তঃপ্রজাতির বৈচিত্র্যেকে বিটা-বৈচিত্র্র্য বা বিটা সূচক বলে। উদাহরণস্বরূপ বলা যায়, স্বাদু জলের পুকুর ও হ্রদে উদ্ভিদ এবং প্রাণী প্রজাতির মধ্যে সামান্য পার্থক্য পরিলক্ষিত হয়। যদিও উভয়ই জলজ বাস্তুতন্ত্রের অন্তর্গত। উক্ত বৈচিত্র্যটিই হলো বিটা বৈচিত্র্য। প্রকৃতিতে প্রতিটি ক্ষুদ্র…
অপুষ্পক উদ্ভিদ কাকে বলে?
অপুষ্পক উদ্ভিদ কাকে বলে? উদ্ভিদের মধ্যে কিছু সংখ্যক উদ্ভিদে ফুল ও ফল হয় না। এরা স্পোর বা রেণু সৃষ্টির মাধ্যমে প্রজনন সম্পন্ন করে। এদের অপুষ্পক উদ্ভিদ বলে। এদের অনেকের দেহকে মূল, কাণ্ড বা পাতায় বিভক্ত করা যায় না। এরা সমাঙ্গ দেহী উদ্ভিদ। যথা: স্পাইরোগাইরা। Also Read: সপুষ্পক উদ্ভিদ কাকে বলে?