Similar Posts
জেরপ্থ্যালমিয়া রোগ কী?
জেরপ্থ্যালমিয়া রোগ কী? ভিটামিন ‘এ’ এর অভাবে সৃষ্ট রাতকানা রোগ দীর্ঘস্থায়ী হলে চোখের কর্ণিয়ায় আলসার সৃষ্টি হওয়ার পর সৃষ্ট অবস্থাকে জেরপ্থ্যালমিয়া বলে।
চোখের চাপ কাকে বলে?
চোখের চাপ কাকে বলে? চোখের ভেতরে বেশিরভাগ অংশই তরলজাতীয় পদার্থে ভর্তি থাকে। এ তরল পদার্থ চোখের ভেতরে যে চাপ সৃষ্টি করে তাকে চোখের চাপ বলে।
অ্যাক্সন কি?
অ্যাক্সন কি? নিউরনের কোষদেহ থেকে উৎপন্ন শাখাহীন লম্বা তন্তুই হলো অ্যাক্সন।
এনজাইম কাকে বলে? | কো-এনজাইম কী?
এনজাইম কাকে বলে? যে প্রোটিন জাতীয় পদার্থ জীবদেহে অল্পমাত্রায় বিদ্যমান থেকে বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করে কিন্তু বিক্রিয়ার পর নিজেরা অপরিবর্তিত থাকে, তাকে এনজাইম বলে। কো-এনজাইম কী? এনজাইমের প্রোসথেটিক গ্রুপটি কোন জৈব রাসায়নিক পদার্থ হলে সেই এনজাইমই হলো কো-এনজাইম।
গর্ভাবস্থা কি?
গর্ভাবস্থা কি? জরায়ুর অন্তঃগাত্রে ভ্রূণের সংস্থাপন হওয়ার পর থেকে শিশু ভূমিষ্ট হওয়া পর্যন্ত সময়ই হলো গর্ভাবস্থা।
গ্লাইকোজেন পরিপাকের প্রয়োজন হয় কেন?
গ্লাইকোজেন পরিপাকের প্রয়োজন হয় কেন? প্রাণিদেহে খাদ্য ঘাটতিতে বা অধিক শক্তির প্রয়োজন হলে গ্লাইকোজেন শর্করায় পরিণত হয়ে প্রয়োজনীয় শক্তি যোগায়। এছাড়াও রক্তে কখনও গ্লুকোজের মাত্রা কমে গেলে যকৃতে সঞ্চিত গ্লাইকোজেনের কিছুটা অংশ গ্লুকোজে পরিণত হয় ও রক্তস্রোতে মিশে যায়। এভাবে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রিত থাকে। এ সকল কারণে গ্লাইকোজেন পরিপাকের প্রয়োজন হয়।