অর্জিত প্রতিরক্ষা কাকে বলে?

অর্জিত প্রতিরক্ষা কাকে বলে?

অর্জিত প্রতিরক্ষা শুধুমাত্র অ্যান্টিজেন বা রোগজীবাণু দেহে প্রবেশের পরই সৃষ্টি হয়। দেহে যখন কোনো রোগজীবাণু ্প্রবেশ করে তখন দেহের ইমউনতন্ত্র ঐ জীবাণুর বিরুদ্ধে নির্দিষ্ট অ্যান্টিবডি তৈরি করে প্রতিরক্ষা গড়ে তোলে। এ ধরনের প্রতিরক্ষাকে অর্জিত প্রতিরক্ষা বলে। এটি জন্মগত নয়।

Similar Posts