Similar Posts
সালোকসংশ্লেষণ কাকে বলে?
সালোকসংশ্লেষণ কাকে বলে? সবুজ উদ্ভিদের সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সাহায্যে CO2 ও H2O -র রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে শর্করা তৈরির প্রক্রিয়াই হলো সালোকসংশ্লেষণ। যে জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে সবুজ উদ্ভিদ কোষে সূর্যালোকের উপস্থিতিতে, পরিবেশ থেকে গৃহীত কার্বন ডাইঅক্সাইড ও মূল দ্বারা শোষিত জলের বিক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্যের সংশ্লেষ ঘটে এবং গৃহীত কার্বন ডাই অক্সাইডের সমপরিমাণ অক্সিজেন প্রকৃতিতে নির্গত হয়, তাকে সালোকসংশ্লেষণ…
স্ট্রোকের লক্ষণ সমূহ কি কি?
স্ট্রোকের লক্ষণ সমূহ নিম্নরূপ- হঠাৎ করে বমি ও প্রচণ্ড মাথা ব্যথা হয়। কয়েক মিনিটের মধ্যেই রোগী সংজ্ঞা হারায়। রোগীর ঘাড় শক্ত হয়ে যেতে পারে ও মাংসপেশি শিথিল হয়ে যায়। শ্বসন ও নাড়ির স্পন্দন কমে যায়, মুখমণ্ডল লাল বর্ণ ধারণ করে।
এককোষী বা অকোষীয় প্রাণী কাকে বলে?
এককোষী বা অকোষীয় প্রাণী কাকে বলে? যেসব প্রাণীর দেহ একটিমাত্র কোষ দ্বারা গঠিত তাদের এককোষী বা অকোষীয় (Unicellular or Acellular) প্রাণী বলে। উদাহরণ: Amoeba proteus (অ্যামিবা), Entomoeba histolytica (অ্যান্টামিবা) ইত্যাদি এককোষী প্রাণী। অনেক সময় এককোষী প্রাণীতেও একই ধরনের অনেকগুলো কোষ হালকাভাবে সংযুক্ত হয়ে উপনিবেশ গঠন করে। যেমন- Volvox aureus (ভলভক্স)।
সালোকসংশ্লেষণের কাঁচামাল কি কি?
সালোকসংশ্লেষণের জন্য প্রয়োজনীয় কাঁচামালগুলো হলোঃ ক্লোরোফিল আলো পানি কার্বনডাই-অক্সাইড
ভ্রূণের সংখ্যার ভিত্তিতে প্রাণিজগতকে কত ভাগে ভাগ করা যায়?
ভ্রূণের সংখ্যার ভিত্তিতে প্রাণিজগতকে চার ভাগে ভাগ করা যায়। যথা- স্তরবিহীন প্রাণীঃ যে সকল প্রাণীর দেহ একটি মাত্র কোষ দ্বারা গঠিত তাদের স্তরবিহীন হিসেবেও পরিচিত। যেমন – Amoeba proteus (অ্যামিবা)। একস্তরী প্রাণীঃ এরা সরল ধরনের প্রাণী। এদের দেহে কোষসমূহ একটি মাত্র স্তরে সজ্জিত থাকে। যেমন – Porifera পর্বের Scypha gelatinosum (স্কাইফা)। দ্বিস্তরী প্রাণীঃ যে সমস্ত…
স্যালাইন পানের সতর্কতা কি কি?
স্যালাইন পানের সতর্কতা কি কি? ডায়রিয়া বা বমি হওয়া ছাড়াই গরমে ঘেমে গেলে, ক্লান্ত অবস্থায় কিংবা তেমন কোনো কারণ ছাড়াই খাবার স্যালাইন পান করা একেবারেই ঠিক নয়। বিশেষ করে বয়স্ক মানুষের ক্ষেত্রে ডায়রিয়া বা বমি ছাড়া অন্যক্ষেত্রে অতিরিক্ত স্যালাইন বিপদ ডেকে আনতে পারে। এমনকি ডায়রিয়া বা বমির ক্ষেত্রে ও চিকিৎসকের পরামর্শ মোতাবেক সঠিক পরিমাণে স্যালাইন…