Similar Posts
কাইল কি?
কাইল কি? ক্ষুদ্রান্ত্রে প্রায় পাচিত অর্ধ তরল খাদ্যকে কাইল বলে। এটি ক্ষারীয় মাধ্যমে হয়ে থাকে।
অণুজীব কাকে বলে?
অণুজীব কাকে বলে? যেসব জীব খালি চোখে দেখা যায় না, দেখতে হলে অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয় তাদেরকে অণুজীব বলে। যেমন: ব্যাকটেরিয়া একটি আণুবীক্ষণিক জীব। অণুজীবগুলি পরিবেশের সর্বত্র পাওয়া যায় এবং অসংখ্য প্রাকৃতিক প্রক্রিয়াতে অগ্রণী ভূমিকা পালন করে। অন্যান্য জিনিসের মধ্যে, তারা মাটিতে জৈব পদার্থের প্রতিক্রিয়ার মাধ্যমে উদ্ভিদের পুষ্টি সরবরাহের জন্য প্রয়োজনীয় মৌলিক ওষুধের চক্রগুলি পরিচালনা…
পার্থেনোকার্পি কাকে বলে?
পার্থেনোকার্পি কাকে বলে? অক্সিনের প্রভাবে নিষেক ছাড়াই ডিম্বাশয়টি ফলে পরিণত হয়, ফলে বীজহীন ফল সৃষ্টি হয়। অক্সিনের প্রভাবে নিষেক ছাড়াই বীজহীন ফল সৃষ্টি হওয়ার এই পদ্ধতিকে পার্থেনোকার্পি বলে। যেমনঃ লেবু, কমলা লেবু ইত্যাদি।
ক্রোমাটিন জালিকা কাকে বলে?
কোষের বিশ্রামকালে নিউক্লিয়াসে কুণ্ডলী পাকানো সূক্ষ্ম সুতার মতো অংশই ক্রোমাটিন জালিকা। কোষের বিশ্রামকালে অর্থাৎ যখন কোষ বিভাজন চলে না, তখন নিউক্লিয়াসে কুণ্ডলী পাকানো সূক্ষ্ম সুতার মতো অংশই হচ্ছে ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয়ার রেটিকুলাম। কোষ বিভাজনের সময় এরা মোটা ও খাটো হয় এবং এদের আলাদাভাবে ক্রোমোসোম হিসেবে দেখা যায়। ক্রোমোসোমে অবস্থিত জিনগুলো বংশগতির গুণাবলি বহন করে…
জীবকোষ কাকে বলে ? কোষ কত প্রকার ও কি কি?? উদাহরন সহ
আজকে আমরা জানবো জীবকোষ কাকে বলে এবং এর প্রকারভেদ। জীবকোষ কাকে বলে জীবকোষ/ কোষ মূলত জীবদেহের একক। কোনো কোনো বিজ্ঞানী জীবকোষকে জীবদেহের গঠন ও জীবজ ক্রিয়াকলাপের একক বলেও আখ্যায়িত করেছেন৷ কোষের ইংরেজী প্রতিশব্দ সেল(cell) যা ল্যাটিন শব্দ সেলুলা(cellula) থেকে আগত এবং এর অর্থ কুঠুরি। এই নাম সর্বপ্রথম ব্যবহার করেন বিজ্ঞানী রবার্ট হুক। তাছাড়া লোয়ি(loewy) এবং…
ছত্রাককে মৃতজীবী বলা হয় কেন?
ছত্রাককে মৃতজীবী বলা হয় কেন? ছত্রাক সমাঙ্গদেহী ক্লোরোফিলবিহীন অসবুজ উদ্ভিদ। ক্লোরোফিলের অভাবে এরা সালোকসংশ্লেষণ করতে পারে না। তাই এরা পরভোজী অথবা মৃতভোজী। পরভোজী ছত্রাক বাসি ও পচা খাদ্য দ্রব্য, ফলমূল, শাকসবজি, ভেঁজা রুটি বা চামড়া, গোবর ইত্যাদিতে জন্মায়। মৃতভোজী ছত্রাক মৃত জীবদেহে বা জৈব পদার্থপূর্ণ মাটিতে জন্মায়। তাই ছত্রাককে মৃতজীবী বলা হয়।