Similar Posts
ক্রিস্টি কাকে বলে?
ক্রিস্টি কাকে বলে? মাইটোকন্ড্রিয়ার ভেতরের স্তরটি ভাঁজ হয়ে আঙুলের মতো যে অভিক্ষেপ তৈরি হয়, তাকে ক্রিস্টি বলে। ক্রিস্টির গায়ে বৃন্তযুক্ত গোলাকার বস্তু থাকে, একে অক্সিজোম বলে। অক্সিজোমে বিভিন্ন ধরনের উৎসেচক সাজানো থাকে। বাইরের ঝিল্লি সোজা কিন্তু ভেতরের ঝিল্লি নির্দিষ্ট ব্যবধানে ভেতরের দিকে ভাঁজ হয়ে আঙ্গুলের মত প্রবর্ধক বা ক্রিস্টি সৃষ্টি করে। এগুলো মাইটোকন্ড্রিয়ার ধাত্রকে কতকগুলো…
ব্লাড গ্রুপ আবিষ্কার করেন কে?
ব্লাড গ্রুপ আবিষ্কার করেন কে? ব্লাড গ্রুপ আবিষ্কার করেন কার্ল ল্যান্ডস্টেইনার।
টিস্যু কাকে বলে? টিস্যু এর প্রকারভেদ | ভাজক টিস্যুর শ্রেণিবিভাগ
টিস্যু কাকে বলে? একই উৎস থেকে উৎপন্ন, একই ধরনের গঠন বিশিষ্ট এবং একই ধরনের কাজে নিয়োজিত একগুচ্ছ কোষকে বলা হয় টিস্যু। টিস্যু এর প্রকারভেদ বিভাজন ক্ষমতা অনুসারে টিস্যু প্রধানত দুই প্রকার। যথাঃ ১। ভাজক টিস্যু ও ২। স্থায়ী টিস্যু। ভাজক টিস্যুর শ্রেণিবিভাগ উৎপত্তি অনুসারে ভাজক টিস্যু দুই প্রকার। যথাঃ ১। প্রাথমিক ভাজক টিস্যু ও ২।…
উৎপাদক কি?
উৎপাদক কি? বাস্তুতন্ত্রে যেসকল উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে সেসকল উদ্ভিদই হলো উৎপাদক।
স্ট্রিমলাইন্ড কাকে বলে?
স্ট্রিমলাইন্ড কাকে বলে? দেহ মাকু সদৃশ অর্থাৎ মধ্যভাগ মোটা ও দুই প্রান্ত ক্রমশ সরু, প্রস্থ থেকে উচ্চতা বেশি। চলনের সময় পানির ভিতর গতি বাধাপ্রাপ্ত হয় না বলে এ ধরনের আকৃতিকে স্ট্রিমলাইন্ড (Steamlined) বলে। দেহ তিন অংশে ভাগ করা যায়। যথা- মাথা বা মস্তক, ধড় বা দেহকাণ্ড ও পুচ্ছ বা লেজ। দেহের অগ্রপ্রান্ত হতে কানকোর পশ্চাৎ প্রান্ত পর্যন্ত…
কোষপ্লেট কী?
কোষপ্লেট কী? মাইটোসিস কোষ বিভাজনকালে টেলোফেজ পর্যায়ের শেষে দুই নিউক্লিয়াসের মধ্যবর্তী স্থানে যে মধ্যপর্দা তৈরি হয়, তাই হলো কোষপ্লেট।