Similar Posts
যৌগিক শব্দ কাকে বলে?
যৌগিক শব্দ কাকে বলে? যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম, সেগুলোকে যৌগিক শব্দ বলে। যেমন – গায়ক = গৈ + ণক (অক) – অর্থ : গান করে যে। কর্তব্য = কৃ + তব্য – অর্থ : যা করা উচিত। বাবুয়ানা = বাবু + আনা – অর্থ : বাবুর ভাব। মধুর =…
ঘটমান অতীত কাল কাকে বলে?
ঘটমান অতীত কাল কাকে বলে? অতীত কালে যে কাজ চলছিল এবং যে সময়ের কথা বলা হয়েছে, তখনও কাজটি সমাপ্ত হয় নি -ক্রিয়া সংঘটনের এরূপ ভাব বোঝালে ক্রিয়ার ঘটমান অতীত কাল হয়। যেমন – কাল সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল। আমরা তখন বই পড়ছিলাম। বাবা আমাদের পড়াশুনা দেখছিলেন।
অলুক দ্বন্দ্ব কাকে বলে?
অলুক দ্বন্দ্ব কাকে বলে? যে দ্বন্দ্ব সমাসে কোনো সমস্যমান পদের বিভক্তি লোপ হয় না, তাকে অলুক দ্বন্দ্ব বলে। যেমন – দুধে-ভাতে, জলে-স্থলে, দেশে-বিদেশে, হাতে-কলমে।
রূপক কর্মধারয় সমাস কাকে বলে?
রূপক কর্মধারয় সমাস কাকে বলে? উপমান ও উপমেয়ের মধ্যে অভিন্নতা কল্পনা করা হলে রূপক কর্মধারয় সমাস হয়। এ সমাসে উপমেয় পদ পূর্বে বসে এবং উপমান পদ পরে বসে এবং সমস্যমান পদে ‘রূপ’ অথবা ‘ই’ যোগ করে ব্যাসবাক্য গঠন করা হয়। যেমন – ক্রোধ রূপ অনল = ক্রোধানল, বিষাদ রূপ সিন্ধু = বিষাদসিন্ধু, মন রূপ মাঝি…
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রচনা
ভূমিকা: মনের ভাব প্রকাশের সর্বোৎকৃষ্ট মাধ্যম হল ভাষা।মানুষ তার মাতৃভাষার মাধ্যমে মনের ভাব আদান প্রদান করে থাকেন। মা ও মাতৃভাষার সঙ্গে মানুষের অবিচ্ছেদ্য সম্পর্ক এ ভাষার মর্যাদা রক্ষার্থে সংগ্রাম করেছিলেন বাঙালি।আহম রা বাঙালি জাতি বাংলা আমাদের মাতৃভাষা। 1952 সালের 21 শে ফেব্রুয়ারি এ ভাষার মর্যাদা রক্ষার্থে সংগ্রাম করেছিল বাঙালিরা। বাংলা ভাষার মর্যাদা রক্ষা করতে প্রাণ…
শষ্পশর্যা শব্দের অর্থ কি?
শষ্পশর্যা শব্দের অর্থ কি? শষ্পশর্যা অর্থ হলো- ঘাসের বিছানা; শষ্প অর্থ – কচি ঘাস আর শয্যা।