মহানবী (স.) -কে নিয়ে ভারতের ক্ষমতাসীন হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতাদের কটূক্তি ও অবমাননার প্রতিবাদে রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
বিক্ষোভ সমাবেশে ছাত্রশিবির নেতৃবৃন্দ বলেন, বিজেপির জাতীয় মুখপাত্র নূপুর শর্মা ও বিজেপির দিল্লি মিডিয়া অপারেশন প্রধান নবীন কুমার জিন্দাল মহানবী হজরত মোহাম্মদ (স.) ও হজরত আয়েশাকে (রা:) নিয়ে কটূক্তি ও অবমাননাকর মন্তব্য করে বিশ্বের মুসলমানসহ শান্তিকামী প্রতিটি মানুষের কলিজাকে দগ্ধ করেছে। এ ঘৃণ্য কাজ কোনোভাবেই মত প্রকাশের স্বাধীনতা নয় বরং তা একটি দেশ, দল ও সরকারের অসভ্য ও নিচু মানসিকতার প্রতিফলন।
শিবিরের নেতারা বলেন, এর আগেও ভারতে কুরআনের আয়াত পরিবর্তন চেয়ে করা রিট করেছে তাদের হাইকোর্টে। মুসলিম বিরোধী আইন এবং মুসলমানদের গণহত্যা করেছে। মসজিদ ভাঙচুর, অগ্নিসংযোগ করেছে সাম্প্রাদায়িক বিজেপির সন্ত্রাসীরা। তারাই আবার নিজেদের সভ্য হিসেবে জাহির করে ও ধর্মীয় স্বাধীনতার বুলি আওড়ায়।
নেতৃবৃন্দ বলেন, মুসলিমরা শান্তিতে বিশ্বাসী। কিন্তু তার মানে এই নয় যে, মুসলিমদের জীবনের চেয়েও প্রিয় মহানবীকে (স.) অবমাননা করলে আমরা চুপ থাকবো। বরং সুশৃঙ্খল পন্থায় এর প্রতিবাদ জানানো প্রতিটি মুসলমানের ঈমানেরই দাবি। আমরা অবিলম্বে রাসূল (স.)-কে অবমাননাকারীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।
ঢাকা মহানগর উত্তর:
মহানবী (স.) -কে নিয়ে জঙ্গি বিজেপি নেতাদের কটূক্তি ও অবমাননার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রশিবির ঢাকা মহানগর উত্তর শাখা। সকাল সাড়ে ৯টায় কেন্দ্রীয় দফতর সম্পাদক মঞ্জুরুল ইসলামের নেতৃত্বে মিছিলটি শাহজাদপুর থেকে শুরু হয়ে বাড্ডায় এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় মহানগর সভাপতি, সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকা মহানগর দক্ষিণ:
একই ইস্যুতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ শাখা। সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক জাহিদুল ইসলামের নেতৃত্বে যাত্রাবাড়ী এলাকায় মিছিল সমাবেশ করেন নেতাকর্মীরা। এ সময় মহানগর সভাপতি, সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকা মহানগর পশ্চিম:
এদিকে, ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখা। সকাল ৯টায় কেন্দ্রীয় ছাত্র আন্দোলন সম্পাদক হাবিবুর রহমানের নেতৃত্বে রাজধানীর মিরপুর এলাকায় মিছিল সমাবেশ করে নেতাকর্মীরা। এসময় মহানগর সভাপতি, সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকা মহানগর পূর্ব:
সকাল ১০টায় রাজধানীর খিলগাঁও এলাকায় কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সালমান ফারসির নেতৃত্বে মিছিল সমাবেশ করে ছাত্রশিবির ঢাকা মহানগর পূর্ব শাখা। বিক্ষোভ মিছিল ও সমাবেশে মহানগর সভাপতি, সেক্রেটারিসহ বিভিন্ন শাখার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
নারায়ণগঞ্জ মহানগর:
ছাত্রশিবির নারায়নগঞ্জ মহানগর শাখা। সকাল ১০টায় মহানগর সভাপতির নেতৃত্বে চাষাড়া এলাকায় মিছিল সমাবেশ করে নেতাকর্মীরা। এ সময় মহানগর সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বরিশাল মহানগর:
একই ইস্যুতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রশিবির বরিশাল মহানগর শাখা। সকাল সাড়ে ১০টায় মহানগর সভাপতির নেতৃত্বে বরিশাল মহাসড়কে মিছিল সমাবেশ করেন নেতাকর্মীরা। এসময় মহানগর সেক্রেটারিসহ বিভিন্ন শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লক্ষ্মীপুর শহর:
রাসূল (স.) -কে নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবির লক্ষ্মীপুর শহর শাখা। সকাল ১১টায় শহর সভাপতির নেতৃত্বে ঢাকা-নোয়াখালী মহাসড়কে মিছিল সমাবেশ করে নেতাকর্মীরা। এ সময় শহর সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ফরিদপুর শহর:
সকাল সাড়ে ১১টায় ঢাকা-ফরিদপুর মহাসড়কে মিছিল ও সমাবেশ করেছে ছাত্রশিবির ফরিদপুর শহর শাখা। শহর সভাপতির নেতৃত্বে এ বিক্ষোভ মিছিলে শহর শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সূত্রঃ আমার দেশ