সংখ্যাবাচক বহুব্রীহি কাকে বলে?

সংখ্যাবাচক বহুব্রীহি কাকে বলে?

পূর্বপদ সংখ্যাবাচক এবং পরপদ বিশেষ্য হলে এবং সমস্তপদটি বিশেষণ বোঝালে তাকে সংখ্যাবাচক বহুব্রীহি বলা হয়। এ সমাসে সমস্তপদে ‘আ’, ‘ই’ বা ‘ঈ’ যুক্ত হয়।

যথা – দশ গজ পরিমাণ যার = দশগজি, চৌ (চার) চাল যে ঘরের = চৌচালা।
এরূপ – চারহাতি, তেপায়া ইত্যাদি।

Similar Posts