নাম ধাতু কাকে বলে?
নাম ধাতু কাকে বলে?
বিশেষ্য, বিশেষণ এবং অনুকার অব্যয়ের পরে ‘আ’ প্রত্যয় যোগ করে যে নতুন ধাতুটি গঠিত হয় তাই নাম ধাতু। যেমন – সে ঘুমাচ্ছে। ‘ঘুম’ থেকে নাম ধাতু ‘ঘুমা’। ‘ধমক্’ থেকে নাম ধাতু ‘ধমকা’।
বিশেষ্য, বিশেষণ এবং অনুকার অব্যয়ের পরে ‘আ’ প্রত্যয় যোগ করে যে নতুন ধাতুটি গঠিত হয় তাই নাম ধাতু। যেমন – সে ঘুমাচ্ছে। ‘ঘুম’ থেকে নাম ধাতু ‘ঘুমা’। ‘ধমক্’ থেকে নাম ধাতু ‘ধমকা’।
আলো বলে, ‘অন্ধকার, তুই বড় কালো’ অন্ধকার বলে, ‘ভাই, তাই তুমি আলো।’ বৈপরীত্য আছে বলেই আমরা বস্তুর স্বরূপ উপলব্ধি করতে পারি। পৃথিবীতে মন্দ আছে বলেই ভালোর এত কদর। আলো ও অন্ধকার – আপাতদৃষ্টিতে দুটোকে বিপরীত মনে হলেও আলোর স্বরূপ বুঝতে হলে অন্ধকারের প্রয়োজন। রাত্রি ও দিনের মধ্যে যদি কোনো পার্থক্য না থাকতো, একটানা আলো বা…
বর্ণ কাকে বলে? বাক প্রত্যঙ্গজাত প্রত্যেকটি ধ্বনি এককের জন্য প্রত্যেক ভাষায়ই লেখার সময় এক একটি প্রতীক বা চিহ্ন ব্যবহৃত হয়।বাংলায় এ প্রতীক বা চিহ্নকে বলা হয় বর্ণ (Letter)। যেমন – বাংলায় ‘বক’ কথাটির প্রথম ধ্বনিটির প্রতীক রূপে ব্যবহার করা হয়েছে ‘ব’ ইংরেজিতে সে ধ্বনির জন্য ব্যবহৃত হয় B বা b (বি); আবার আরবি, ফারসি ও…
ধ্বনি পরিবর্তন কি? উচ্চারণে সহজীকরণের প্রবণতায় শব্দের মূল ধ্বনির যেসব পরিবর্তন ঘটে, তাকে ধ্বনি পরিবর্তন বলে। স্বর ধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি পরিবর্তনে ধ্বনির বিভিন্ন পরিবর্তন হয়। নিম্মে বিভিন্ন প্রকার ধ্বনি পরিবর্তন নিয়ে বিশদ আলোচনা করা হল। ধ্বনি পরিবর্তন কত প্রকার ১. স্বরাগম/(Prosthesis) ক. আদি স্বরাগম/(Prosthesis): উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোনাে কারণে শব্দের আদিতে বা…
বাংলা ভাষার শব্দ ভাণ্ডার বাংলা ভাষায় যে শব্দ সম্ভাবের সমাবেশ হয়েছে, সেগুলোকে পণ্ডিতগণ কয়েকটি ভাগে ভাগ করেছেন। যেমন- তৎসম শব্দ তদ্ভব শব্দ অর্ধ-তৎসম শব্দ দেশি শব্দ বিদেশি শব্দ ১. তৎসম শব্দঃ যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে, সেসব শব্দকে বলা হয় তৎসম শব্দ। তৎসম একটি পারিভাষিক শব্দ। এর…
নারীশিক্ষা প্রবন্ধের অনুসরণে লেখা যায়ঃ- →নারী শিক্ষা →শিক্ষাই নারী মুক্তির পথ → নারীশিক্ষা ও জাতীয় উন্নয়ন → নারীশিক্ষার প্রয়োজনীতা নারীশিক্ষা প্রবন্ধের সংকেতঃ- → ভূমিকা →বাংলাদেশে নারীর অবস্থা → নারীশিক্ষার প্রয়োজনীয়তা → শিক্ষিতা জননী হিসেবে নারী → শিক্ষিতা নারীদের সাফল্য → নারীশিক্ষার গুরুত্ব → উপসংহার অন্তত পক্ষে বালিকাদিগকে প্রাথমিক শিক্ষা দিতেই হইবে। শিক্ষা অর্থে আমি…
পুরাঘটিত ভবিষ্যৎ কাল কাকে বলে? যে ক্রিয়া সম্ভবত ঘটে গিয়েছে, সাধারণ ভবিষ্যৎ কালবোধক শব্দ ব্যবহার করে তা বোঝাতে পুরাঘটিত ভবিষ্যৎ কাল হয়।