Similar Posts
রেনাল করপাসল কাকে বলে?
রেনাল করপাসল কাকে বলে? রেনাল করপাসল বা মালপিজিয়ান অঙ্গ হলো নেফ্রনের একটি অংশ। রেনাল করপাসল দুটি অংশে বিভক্ত- গ্লোমেরুলাস ও বোম্যান্স ক্যাপসুল। বোম্যান্স ক্যাপসুল গ্লোমেরুলাসকে বেষ্টন করে রাখে। বোম্যান্স ক্যাপসুল দ্বিস্তর বিশিষ্ট পেয়ালার মতো প্রসারিত অংশ। অন্যদিকে গ্লোমেরুলাস ছাঁকনির মতো কাজ করে রক্ত থেকে পরিস্রুত তরল উৎপন্ন করে।
অর্জিত প্রতিরক্ষা কাকে বলে?
অর্জিত প্রতিরক্ষা কাকে বলে? অর্জিত প্রতিরক্ষা শুধুমাত্র অ্যান্টিজেন বা রোগজীবাণু দেহে প্রবেশের পরই সৃষ্টি হয়। দেহে যখন কোনো রোগজীবাণু ্প্রবেশ করে তখন দেহের ইমউনতন্ত্র ঐ জীবাণুর বিরুদ্ধে নির্দিষ্ট অ্যান্টিবডি তৈরি করে প্রতিরক্ষা গড়ে তোলে। এ ধরনের প্রতিরক্ষাকে অর্জিত প্রতিরক্ষা বলে। এটি জন্মগত নয়।
ফুসফুসের ক্যান্সারের লক্ষণ
ফুসফুসের ক্যান্সারের লক্ষণ ফুসফুস ক্যান্সারের প্রাথমিক অবস্থায় দীর্ঘদিন ধরে খুসখুসে কাশি ও বুকে ব্যথা হয়। ভগ্নস্বর, ওজন হ্রাস হয় ও ক্ষধামন্দা দেখা দেয়। হাঁপানী, ঘনঘন জ্বর হয়। বারবার নিউমোনিয়া বা ব্রংকাইটিস দ্বারা সংক্রমণ ঘটে। হাড়ে ব্যথা অনুভূত হয়। দুর্বলতা ও জন্ডিস দেখা দেয় গ্রন্থি অবশ হয়ে যায়।
শ্রেণিবিন্যাসের বিভিন্ন ধাপ
শ্রেণিবিন্যাসের প্রতিটি ধাপে তার আগের ধাপের বৈশিষ্ট্যগুলাের সাথে নতুন কিছু বৈশিষ্ট্য যােগ হয়। যত উপরের ধাপ, তার অন্তর্ভুক্ত বৈশিষ্ট্যের সংখ্যা তত কম এবং অন্তর্ভুক্ত জীবের সংখ্যা তত বেশি। আবার যত নিচের ধাপ, তার অন্তর্ভুক্ত বৈশিষ্ট্যের সংখ্যা তত বেশি এবং অন্তর্ভূক্ত জীবের সংখ্যা তত কম। একটি জীবকে প্রজাতি পর্যায়ে বিন্যাসে মূলত আন্তর্জাতিক কোড চিহ্নিত সাতটি ধাপ…
রাইবোজোম কি?
রাইবোজোম কী? সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় বর্তমান এবং আন্তঃপ্লাজমীয় জালিকার গায়ে অবস্থিত যে দানাদার কণায় প্রোটিন সংশ্লেষিত হয় তাই রাইবোজোম।
ডায়াবেটিস রোগের লক্ষণ
ডায়াবেটিস রোগের লক্ষণ ঘন ঘন প্রস্রাব হওয়া। অধিক পিপাসা লাগা। ক্ষুধা বেড়ে যাওয়া। পর্যাপ্ত খাবার খাওয়া সত্ত্বেও দেহের ওজন কমতে থাকা। দুর্বলতা বোধ করা। চোখে কম দেখা। চামড়া খসখসে ও রুক্ষ হয়ে যাওয়া, ক্ষতস্থান সহজে শুকায় না।