Similar Posts
পরিবৃত্তি কি?
পরিবৃত্তি কি? ডারউইন লক্ষ করেন যে, যৌন জননে উৎপন্ন দুটি প্রাণী বা প্রাণীগোষ্ঠী সম্পূর্ণভাবে এক রকম নয়। একই প্রজাতির মধ্যে এমনকি একই পিতা-মাতার সন্তানদের মধ্যেও পার্থক্য দেখা যায়। একে পরিবৃত্তি বলে।
প্রজাতি কাকে বলে?
প্রজাতি কাকে বলে? শ্রেণিবিন্যাসের যে ক্ষদ্রতম গোষ্ঠী শুধু নিজ গোষ্ঠীর জীবের সাথে যৌন জনন সম্পন্ন করে প্রজননক্ষম বংশধর উৎপন্ন করে নিজেদের প্রজাতির ধারাকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করে এবং যারা অন্যান্য জীব থেকে জিনতাত্ত্বিকভাবে স্বতন্ত্র তাদের প্রজাতি বলে। প্রশ্নঃ প্রজাতি কি? – সর্বাধিক মিলসম্পন্ন একদল প্রাণীগোষ্ঠী যারা নিজেদের মধ্যে যৌন মিলনের ফলে উর্বর সন্তান…
খাদ্য পরিপাকে অগ্ন্যাশয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কেন?
খাদ্য পরিপাকে অগ্ন্যাশয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কেন? খাদ্য পরিপাকে অগ্ন্যাশয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ অগ্ন্যাশয় থেকে যে অগ্ন্যাশয় রস বের হয় তাতে সব ধরনের খাদ্য পরিপাককারী এনজাইমসমূহ থাকে। ট্রিপসিন, লাইপেজ ও অ্যামাইলেজ নামক এনজাইম অগ্ন্যাশয় রসে থাকে, যা আমিষ, স্নেহ ও শর্করা জাতীয় খাদ্য পরিপাকে সহায়তা করে। এ সকল পরিপাককারী এনজাইম থাকার ফলে…
বাস্তুতান্ত্রিক ভিন্নতা কি?
বাস্তুতান্ত্রিক ভিন্নতা কি? কোনো প্রাকৃতিক পরিবিশে বিদ্যমান ভৌত, রাসায়নিক বা জৈবিক বৈশিষ্ট্যগুলোর মধ্যে পরিবর্তন ঘটলে সার্বিকভাবে সেই বিশেষ পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হয়। আর এই পরিবর্তন দীর্ঘ সময়ের জন্য স্থায়ী হলে সেখানে বসবাসরত প্রাণীদের মধ্যে যে ভিন্নতা বা বৈচিত্র্যের উদ্ভব হয়, তাকে বাস্তুতান্ত্রিক ভিন্নতা বলে। উদাহরণ হিসেবে জলজ অভিযোজনের বিষয়টি উল্লেখ করা যায়। যেসব প্রাণী জলচর…
যৌন প্রজনন কি?
যৌন প্রজনন কি? যখন একই প্রজাতির দুটি বিপরীত লিঙ্গের (স্ত্রী ও পুরুষ) প্রাণী ডিম্বাণু ও শুক্রাণ তৈরির মাধ্যমে এবং নিষেক ক্রিয়া সম্পানের সাহায্যে বংশবৃদ্ধি করে তাকে যৌন জনন বলে।
সিন্যাপস কি?
সিন্যাপস কি? একটি নিউরনের অ্যাক্সনের সাথে অন্য একটি নিউরনের ডেনড্রাইটের সংযোগস্থলই হলো সিন্যাপস।