Similar Posts
যৌন প্রজনন কি?
যৌন প্রজনন কি? যখন একই প্রজাতির দুটি বিপরীত লিঙ্গের (স্ত্রী ও পুরুষ) প্রাণী ডিম্বাণু ও শুক্রাণ তৈরির মাধ্যমে এবং নিষেক ক্রিয়া সম্পানের সাহায্যে বংশবৃদ্ধি করে তাকে যৌন জনন বলে।
শিরা কি?
শিরা কি? যেসব নালি দিয়ে রক্ত দেহের বিভিন্ন অংশ থেকে হৃৎপিণ্ডে আসে তারাই হলো শিরা।
কোষরস কী?
কোষরস কী? কোষস্থ পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণ একত্রে হলো কোষরস।
দ্বি-বিভাজন কি?
দ্বি-বিভাজন কি? যে প্রক্রিয়ায় একটি প্রাণী বিভাজিত হয়ে দুটি অপত্য প্রাণীর সৃষ্টি করে তাকে দ্বি-বিভাজন বরে। যেমন – ইউগ্লিনা (Euglena viridis), হাইড্রা (Hydra vulgaris)।
প্লাজমা মেমব্রেনের কাজ কি?
প্লাজমা মেমব্রেনের কাজ কি? প্লাজমা মেমব্রেন এর কাজ নিম্নরূপ – ১) কোষকে নির্দিষ্ট আকার প্রদান করে। ২) কোষ এর অভ্যন্তরীণ সকল বস্তুকে ঘিরে রাখে। ৩) বাইরের প্রতিকুল অবস্থা থেকে অভ্যন্তরীণ বস্তুকে রক্ষা করে। ৪) কোষের বাইরে এবং ভিতরে পদার্থের স্থানান্তর নিয়ন্ত্রণ ও সমন্বয় করে। ৫) বিভিন্ন রকম তথ্যের ভিত্তি হিসেবে কাজ করে।
সস্য কি?
সস্য কি? সস্য হলো বীজের একটি অংশ। উদ্ভিদের নিষেকের সময় যে দুইটি পুংজনন কোষ ভ্রূণথলিতে মুক্ত হয় তার একটি পুংজননকোষ গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে ট্রিপলয়েড (3n) সস্যকোষ সৃষ্টি করে। পরবর্তীতে এই সস্যকোষ মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে সস্যটিস্যু উৎপন্ন করে যা বীজের একটি অংশে পরিণত হয়।