Similar Posts
অর্গানোজেনেসিস কি?
অর্গানোজেনেসিস কি? গ্যাস্ট্রুলেশনে সৃষ্ট বিভিন্ন ভ্রূণ স্তর থেকে বিভিন্ন অঙ্গ বা তন্ত্র সৃষ্টির প্রক্রিয়াকে অর্গানোজেনেসিস বলে।
ব্লাড গ্রুপ কি?
ব্লাড গ্রুপ কি? এন্টিজেন ও এন্টিবডির উপস্থিতির উপর ভিত্তি করে মানুষের রক্তের বিভিন্ন গ্রুপে শ্রেণি বিন্যাসই ব্লাড গ্রুপ।
কব্জা সন্ধি কাকে বলে?
কব্জা সন্ধি কাকে বলে? কব্জা যেমন দরজার পাল্লাকে কাঠামোর সাথে আটকে রাখে, সেরূপ কব্জার মতো সন্ধিকে কব্জা সন্ধি বলে। যেমন- হাতের কনুই, জানু এবং আঙুলগুলোতে এ ধরনের সন্ধি দেখা যায়। এসব সন্ধি কেবল মাত্র একদিকে নাড়ানো যায়।
মাইক্রো প্রাণী বা আণুবীক্ষণিক প্রাণী কি?
মাইক্রো প্রাণী বা আণুবীক্ষণিক প্রাণী কি? যেসব প্রাণী আকৃতিতে অত্যন্ত ক্ষুদ্র, খালি চোখে দেখা যায় না তাদের মাইক্রো বা আণুবীক্ষণিক প্রাণী বলে। উদাহরণ: Amoeba proteus (অ্যামিবা), Plasmodium vivax (ম্যালেরিয়া জীবাণু) ইত্যাদি।
ট্রাকিড কাকে বলে? জাইলেম কাকে বলে?
ট্রাকিড কাকে বলে? ট্রাকিড কোষ লম্বা। এর প্রান্তদ্বয় সরু এবং সুচালো। প্রাচীরে লিগনিন জমা হয়ে পুরু হয় এবং অভ্যন্তরীণ গহ্বর বন্ধ হয়ে যায়। ফলে পানির চলাচল পাশাপাশি জোড়া কূপের মাধ্যমে হয়ে থাকে। প্রাচীরের পুরুত্ব কয়েক ধরনের হয়, যেমন- বলয়াকার, সর্পিলাকার, সোপানাকার, জালিকাকার কিংবা কূপাঙ্কিত। ফার্নবর্গ, নগ্নবীজী ও আবৃতবীজি উদ্ভিদের প্রাথমিক ও গৌণ জাইলেম কলায় ট্রাকিড…
সিলোমবিহীন প্রাণী কাকে বলে?
সিলোমবিহীন প্রাণী কাকে বলে? যে সকল প্রাণীর দেহে সিলোম থাকে না তাদের সিলোমবিহীন প্রাণী বলে। যেমন – Taenia solium (ফিতাকৃমি). Fasciola hepatica (যকৃত কৃমি) ইত্যাদি।