Similar Posts
কিলোক্যালরি কী?
কিলোক্যালরি কী? এক কিলোগ্রাম পানির উষ্ণতা ১ ডিগ্রী সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হয় তাই কিলোক্যালরি।
গর্ভমুণ্ড কাকে বলে?
গর্ভমুণ্ড কাকে বলে? ফুলের সবচেয়ে ভেতরের স্তবকটিকে স্ত্রীস্তবক(Gynoecium) বলে। স্ত্রীস্তবকের এক একটি অংশকে গর্ভকেশর বলে। একটি স্ত্রীস্তবকে এক বা একাধিক গর্ভকেশর থাকে। একটি গর্ভকেশরের তিনটি অংশ যথা নীচের ফোলা অংশটি ডিম্বাশয়, তার উপরের সরু অংশটি গর্ভদণ্ড ও সবার উপরের অংশটি হল গর্ভমুণ্ড। ডিম্বাশয়ের বা গর্ভাশয়ের ভেতরের ডিম্বক এবং ডিম্বকের ভেতরে স্ত্রীজনন কোষ থাকে।
ব্যাক্টেরিয়াকে আদি কোষী বলা হয় কেন?
ব্যাক্টেরিয়াকে আদি কোষী বলা হয় কেন? যেসব অণুজীবের কোষের কেন্দ্রিকা সুগঠিত নয় তারাই এ রাজ্যের সদস্য। সুগঠিত কেন্দ্রিকা না থাকায় এদের কোষকে আদিকোষ বলা হয়। যেহেতু ব্যাকটেরিয়া আদি নিউক্লিয়াসযুক্ত, অসবুজ, এককোষী অণুবীক্ষণিক জীব। বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউয়েন হুক সর্বপ্রথম ব্যাকটেরিয়া দেখতে পান। ব্যাকটেরিয়া কোষ গোলাকার, দণ্ডাকার, কমা আকার, প্যাঁচানো ইত্যাদি নানা ধরনের হতে পারে।
গ্লাইকোজেন পরিপাকের প্রয়োজন হয় কেন?
গ্লাইকোজেন পরিপাকের প্রয়োজন হয় কেন? প্রাণিদেহে খাদ্য ঘাটতিতে বা অধিক শক্তির প্রয়োজন হলে গ্লাইকোজেন শর্করায় পরিণত হয়ে প্রয়োজনীয় শক্তি যোগায়। এছাড়াও রক্তে কখনও গ্লুকোজের মাত্রা কমে গেলে যকৃতে সঞ্চিত গ্লাইকোজেনের কিছুটা অংশ গ্লুকোজে পরিণত হয় ও রক্তস্রোতে মিশে যায়। এভাবে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রিত থাকে। এ সকল কারণে গ্লাইকোজেন পরিপাকের প্রয়োজন হয়।
হোমোজাইগাস কাকে বলে?
হোমোজাইগাস কাকে বলে? কোনো একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একই লোকাসে বিদ্যমান দুটি জিন যদি একই প্রকৃতির হয় তবে তাদের হোমোজাইগাস বলে। যেমন – TT অথবা tt।
পারকিনসন রোগ কি?
পারকিনসন রোগ কি? পারকিনসন এক ধরনের মস্তিষ্কের রোগ। ডোপামিন তৈরির কোষগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে গেলে পারকিনসন রোগ হয়। বংশগতভাবে এ রোগটি হয়ে থাকে।