Similar Posts
কিউটিকল কি? | কিউটিকল বলতে কি বোঝায় (cuticle)
কিউটিকল কি? উদ্ভিদের বহিঃত্বকে বিশেষ করে পাতার উপরে ও নিচে কিউটিনের আবরণ থাকে। এ আবরণকে কিউটিকল বলে। কিউটিকল কি এবং কিউটিকল বলতে কি বুঝাইতে আজকের এই পোষ্টের মাধ্যমে জেনে নেওয়ার চেষ্টা করি। বিভিন্ন পরীক্ষায় আসার মত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো কিউটিকল কি। তাই আজকের এই পোষ্টের মাধ্যমে আপনারা যখন কিউটিকল সম্পর্কে ধারণা অর্জন করতে পারবেন…
পেশি টিস্যু কি?
পেশি টিস্যু কি? ভ্রূণীয় মেসোডার্ম থেকে তৈরি সংকোচন-প্রসারণশীল বিশেষ ধরনের টিস্যুই পেশি টিস্যু।
উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয় উপাদান কী?
উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয় উপাদান কী? উদ্ভিদের প্রায় ৬০টি অজৈব উপাদান সনাক্ত করা হয়েছে যার মধ্যে ১৬টি উপাদান উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য একান্ত প্রয়োজনীয়। এই ১৬টি পুষ্টি উপাদানই সমষ্টিগতভাবে ‘অত্যাবশ্যকীয় উপাদান’ বলা হয়। কারণ এদের যে কোনো একটির অভাব হলেই উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ ব্যাহত হয়ে এর অভাবজনিত লক্ষণ প্রকাশ পায় এবং পুষ্টির অভাব জনিত…
AIDS কে ঘাতক রোগ বলা হয় কেন?
AIDS কে ঘাতক রোগ বলা হয় কেন? HIV-এর আক্রমণে AIDS রোগ হয়ে থাকে। HIV শ্বেত রক্তকণিকার ক্ষতি সাধন করে ও কণিকার এন্টিবডি তৈরিতে বিঘ্ন ঘটায়। ফলে শ্বেত রক্তকণিকার সংখ্যা ও এন্টিবডির পরিমাণ ক্রমশ কমতে থাকে। এই ভাইরাসের আক্রমণে রোগীর দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বিনষ্ট হয়ে যায় ফলে রোগীর মৃত্যু অনিবার্য হয়ে পড়ে। AIDS এর আক্রমণে…
পার্থেনোকার্পি কাকে বলে?
পার্থেনোকার্পি কাকে বলে? অক্সিনের প্রভাবে নিষেক ছাড়াই ডিম্বাশয়টি ফলে পরিণত হয়, ফলে বীজহীন ফল সৃষ্টি হয়। অক্সিনের প্রভাবে নিষেক ছাড়াই বীজহীন ফল সৃষ্টি হওয়ার এই পদ্ধতিকে পার্থেনোকার্পি বলে। যেমনঃ লেবু, কমলা লেবু ইত্যাদি।
প্লাস্টিড কাকে বলে? প্লাস্টিডের গঠন ও কাজ কি?
আজকে আমাদের প্রধান আলোচ্য বিষয় হবে প্লাস্টিড অর্থ্যাৎ প্লাস্টিড কাকে বলে এবং উক্ত প্লাস্টিডের গঠন ও কাজ নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্লাস্টিড কাকে বলে উদ্ভিদ কোষের সবচেয়ে বড় অঙ্গানু যা উদ্ভিদের জন্য খাদ্য প্রস্তুত, সঞ্চয় ও পরাগায়নে সাহায্য করে, তাকে প্লাস্টিড বলে। অথবা উদ্ভিদকোষের সাইটোপ্লাজমে অবস্থিত রঞ্জক বিহীন বা…