ক্রমবাচক সংখ্যা কাকে বলে?
ক্রমবাচক সংখ্যা কাকে বলে?
একই সারি দল বা শ্রেণীতে অবস্থিত কোনো ব্যক্তি বা বস্তুর সংখ্যার ক্রম বা পর্যায় বোঝাতে যে সংখ্যা ব্যবহার করা হয় তাকে ক্রমবাচক সংখ্যা বলে।
যেমন –
১ – প্রথম – ১ম
২ – দ্বিতীয় – ২য়
৩ – তৃতীয় – ৩য়
৪ – চতুর্থ – ৪র্থ
৫ – পঞ্চম – ৫ম
৬ – ষষ্ঠ – ৬ষ্ঠ
৭ – সপ্তম – ৭ম
৮ – অষ্টম – ৮ম
৯ – নবম – ৯ম
১০ – দশম – ১০ম
১১ – একাদশ – ১১শ
১২ – দ্বাদশ – ১২শ
১৩ – ত্রয়োদশ – ১৩শ
১৪ – চতুর্দশ – ১৪শ
১৫ – পঞ্চদশ – ১৫শ
১৬ – ষোড়শ – ১৬শ
১৭ – সপ্তদশ – ১৭শ
১৮ – অষ্টাদশ – ১৮শ
১৯ – ঊনবিংশ – ১৯শ
২০ – বিংশ – ২০শ