কোষ তত্ত্ব কি?
কোষ তত্ত্ব কি?
- কোষ হলো জীবন্ত সত্তার গাঠনিক, শারীরিক ও সাংগাঠনিক একক।
- কোষ হলো জীবনের মৌলিক একক।
- কোষ বংশগতির একক।
- সকল জীব এক বা একাধিক কোষ দ্বারা গঠিত এবং পূর্বসৃষ্ট কোষ থেকেই নতুন কোষের সৃষ্টি হয় ।
প্রজনন কি? যে প্রক্রিয়ার মাধ্যমে জীব তার অনুরূপ এক বা একাধিক জীব সৃষ্টি করে তাকে প্রজনন বলে।
ডায়রিয়া কারো যদি দিনে অন্তত তিনবারের বেশি পাতলা পায়খানা হয় তাহলে তার ডায়রিয়া হয়েছে বলে মনে করতে হবে। ডায়রিয়া রোগের কারণ দূষিত পানি পান করলে, বাসি-পচা, নোংরা খাবার খেলে, অপরিচ্ছন্ন থালা-বাসন ব্যবহার করলে, অপরিষ্কার হাতে খাবার খেলে এ রোগের বিস্তার লাভের সম্ভাবনা বেশি থাকে। ডায়রিয়া রোগের লক্ষণ ঘন ঘন পাতলা পায়খানা হয়। বার বার বমি…
অস্বাভাবিক কোষ বিভাজন কাকে বলে? নিয়ন্ত্রিত মাইটোসিসের মাধ্যমে একটি থেকে দুটি, দুটি থেকে চারটি কোষ উৎপন্ন হয়। কোনো কারণে এ নিয়ন্ত্রণ প্রক্রিয়া ব্যাহত হলে অস্বাভাবিকভাবে কোষ বিভাজন চলতে থাকে। একেই অস্বাভাবিক কোষ বিভাজন বলে। ক্যান্সার, টিউমার প্রভৃতি জটিল রোগ অস্বাভাবিক কোষ বিভাজনের ফল।
গ্রেম্যাটার কি? অগ্রমস্থিষ্কে অবস্থিত ধূসর রঙের কর্টেক্সের স্তর হলো গ্রেম্যাটার। এটি অসংখ্য নিউরন দ্বারা গঠিত।
শৈবালকে স্বভোজী উদ্ভিদ বলা হয় কেন? যেসব উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে তাদেরকে স্বভোজী উদ্ভিদ বলা হয়। শৈবাল ক্লোরোফিলযুক্ত হওয়ায় এরা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। তাই শৈবালকে স্বভোজী উদ্ভিদ বলা হয়।
লেন্টিসেল কি? উদ্ভিদের গৌণ বৃদ্ধির ফলে কাণ্ডের বাকল ফেটে যে ছিদ্রের সৃষ্টি হয় তাই লেন্টিসেল।