তাপ ইঞ্জিন কাকে বলে?
তাপ ইঞ্জিন কাকে বলে?
যে যন্ত্র তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করতে পারে বা যে যন্ত্র তাপ শক্তির বিনিময়ে কাজ করতে পারে তাকে তাপ ইঞ্জিন বলে।
যে যন্ত্র তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করতে পারে বা যে যন্ত্র তাপ শক্তির বিনিময়ে কাজ করতে পারে তাকে তাপ ইঞ্জিন বলে।
অসহ ভার কাকে বলে? স্থিতিস্থাপক সীমা পর্যন্ত একটি বস্তু সম্পূর্ণ স্থিতিস্থাপক থাকে। প্রযুক্ত বল এ সীমা অতিক্রম করলে বস্তু ক্রমশ স্থিতিস্থাপক থাকবে না। অর্থাৎ বল অপসারণ করলেও কিছু বিকৃতি থেকে যাবে। প্রযু্ক্ত বল ক্রমশ বাড়াতে থাকলে এমন অবস্থা আসে, যখন বস্তুটি ভার সহ্য করতে না পেরে ছিঁড়ে বা ভেঙ্গে যাবে। সর্বাপেক্ষা কম যে ভারের বা…
প্যারাচৌম্বক পদার্থ কি? যে সব পদার্থকে চৌম্বক ক্ষেত্রে রাখলে, পদার্থের মধে দুর্বল চুম্বকত্ব আবিষ্ট হয় এবং আবিষ্ট চুম্বকায়নের অভিমুখ আবেশী ক্ষেত্রের বরাবর হয়, তাদেরকে প্যারাচৌম্বক পদার্থ বলে।
কৌণিক বেগ কাকে বলে? সময় ব্যবধান শূন্যের কাছাকাছি (Δt→0) হলে সময়ের সাপেক্ষে বস্তুর কৌণিক সরণের পরিবর্তনের হারকে কৌণিক বেগ বলে। এককঃ কৌণিক বেগ এর একক রেডিয়ান/সেকেন্ড (rads-1) মাত্রাঃ কৌণিক বেগের মাত্রা = T-1
ভরকেন্দ্র কী? বস্তুর কণাগুলোর সমস্ত ভরকে একটি মাত্র বিন্দুতে কেন্দ্রীভূত মনে করলে ঐ বিন্দুর মধ্য দিয়েই সমস্ত কণার তাদের ভরের সমানুপাতিক ক্রিয়ারত সমান্তরাল বলসমূহের লব্ধি ক্রিয়া করে বলে বিবেচিত হয়। ঐ বিন্দুকে বস্তুর ভরকেন্দ্র বলে। কোন বস্তুর প্রতিটি কনার উপর ক্রিয়াশীল মাধ্যাকর্ষণ বলের লব্ধি ঐ বস্তুর যে বিন্দু দিয়ে যায় তাকেই বা সেই বিন্দু…
থার্মোস্টর কি? যেসব পদার্থের তড়িৎ রোধ তাপমাত্রার সাথে উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয় তাদেরকে থার্মিস্টর বলে। বিভিন্ন প্রকার অর্ধপরিবাহী অক্সাইড চূর্ণ (লোহা, কোবাল্ট, নিকেল ইত্যাদির অক্সাইড) মিশিয়ে থার্মিস্টর তৈরি করা হয়।
স্বরসংগতি কাকে বলে? যখন ত্রয়ীর সাথে অতিরিক্ত একটি শব্দ এমনভাবে মিলিত হয় যাতে অতিরিক্ত শব্দ ত্রয়ীর নিম্নতম শব্দের অষ্টক হয় অর্থাৎ এদের কম্পাঙ্কের অনুপাত 4 : 5 : 6 : 8 হয়, তাহলে এদের সমন্বয়ে শ্রুতমধুর সুর উৎপন্ন হয়। এই সমন্বয়কে স্বরসংগতি বলে।